মোদির বন্ধু, ভারতের না! অবাঞ্ছিত অতিথি কি ট্রাম্প?

মোদির বন্ধু, ভারতের না! অবাঞ্ছিত অতিথি কি ট্রাম্প?

3fbcdd985e3a5acc3e175299a5e5155c

নয়াদিল্লি: প্রায় ১০০ কোটি টাকা খরচ করে মার্কিন সম্রাটকে স্বাগত জানাতে খরচ করে ফেলেছে কেন্দ্র৷ বিরাট আয়োজন৷ মার্কিন প্রেসিডেন্টের দু’দিনের ৩ শহর সফর ঘিরে তোলপাড় দেশের রাজনীতি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্ত্রী, মেয়ে-জামাই-সহ ১২ সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে ইতিমধ্যেই রাতের ঘুম উড়িয়ে অতিথি আপ্যায়নের মরিয়া চেষ্টা শুরু করেছে কেন্দ্র৷ কিন্তু জানেন কি, ট্রাম্পের এই সফরের পিছনে কী কৌশল কাজ করছে?

এমনিতেই, মার্কিন রণনীতিতে আক্রান্ত বিশ্বশক্তি৷ বিশ্বজুড়ে মার্কিন সেনা ঘাঁটি, ভারত মহাসাগর ও এশিয়ার বিশেষ করে দখলদারি নিতে চাইছে ওয়াশিংটন৷ কিউবা, ইরান, প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়েছে মার্কিন সেনা৷ ভেনেজুয়েলা, বলিভিয়া অভ্যুত্থানের পিছনে ট্রাম্প প্রশাসন এর মত ছিল৷

অতি দক্ষিণপন্থী অভিযানের অন্যতম নেতা হলেন ডোনাল্ড ট্রাম্প৷ নিজের দেশেই আক্রমণ করেছেন অভিবাসী, কৃষ্ণাঙ্গ, মুসলিম ধর্মালম্বীদের৷ মার্কিন পুঁজি ও পণ্যের প্রবেশ অবাধ করতে ‘বাণিজ্য যুদ্ধে’র পথ নিয়েছেন ট্রাম্প। ভারতে কৃষি পণ্যের বাজার দখল করতে চাপ দিচ্ছে আমেরিকা৷ ভারতের পণ্যের উপর মাসুল বৃদ্ধি করে রপ্তানিতে আঘাত করার চেষ্টা করা হচ্ছে৷ ভারতে বিমা, ব্যাঙ্কিং-সহ একাধিক ক্ষেত্রে মার্কিন পুঁজির প্রবেশপথ চাপ দেওয়া হচ্ছে দিল্লির ওপর৷ আর এই নিয়ে উদ্বিগ্ন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *