সবরমতী আশ্রমে চরকা কাটলেন ট্রাম্প, মোদির জন্য লিখে গেলেন খাতা

সবরমতী আশ্রমে চরকা কাটলেন ট্রাম্প, মোদির জন্য লিখে গেলেন খাতা

d4cdb954e689b050b42ba55575c85bd1

আহমেদাবাদ: দু’দিনের ভারত সফরে সোমবার সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এসেছে কন্যা ইভাঙ্কা এবং জামাই জ্যারেড কুশনের। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্প চলে যান সবরমতী আশ্রমে।

সেখানে ট্রাম্প ও মেলানিয়াকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। এর পর গান্ধীর ছবিতে মাল্যদান করেন ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। সস্ত্রীক ট্রাম্পকে হৃদয়কুঞ্জ ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী। আশ্রমের কর্মীদের সাহায্যে চরকা কাটলেন ট্রাম্প দম্পতি। ঘুরে দেখলেন আশ্রম চত্বর। ভিজিটার্স বুকে ট্রাম্প লিখলেন ‘ওয়ান্সডারফুল ভিজিট’। বরমতীতে তাদের দেওয়া হয় গুজরাতি খাবার খামান, ব্রকোলি, কর্ন সামোসা, আপেল পাই এবং কাজু কাটলি। সবরমতীর ‘হৃদয়কুঞ্জে’ বেশ কিছুক্ষণ ছিলেন ট্রাম্প, স্ত্রী মেলানিয়া, কন্যা ইভাঙ্কা, জামাই জ্যারেড। প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দিয়ে লেখেন ওয়ান্ডার ভিসিট। সেখান থেকে চলে যান মোতেরা স্টেডিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *