খুনের ৬ মাস পরেও বেঁচে ছিল শিনা, নয়া দাবি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের

খুনের ৬ মাস পরেও বেঁচে ছিল শিনা, নয়া দাবি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের

00fddb93866d03bf81feeabd6dddc0ec

মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডে এক চাঞ্চল্যকর দাবি পেশ করলেন শিনা বোরা হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। খুনের ৬ মাস পরেও বেঁচে ছিল শিনা বলে জানালেন তিনি। সিবিআই কোর্টে এই মামলা রয়েছে। এই মামালার শুনানিতেই ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন যে, সবাই জানে ২০১২ সালের ২৪ এপ্রিল শিনা বোরা খুন হয়েছিল, কিন্তু আদতে তা নয় এর ৬ মাস পরও বেঁচে ছিল শিনা৷ সেই সময় রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন শিনা বলে জানিয়েছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়৷

এই মামলায় কোর্টে রাহুলের সঙ্গে শিনার কথোপকথনের একটি মেসেজ চ্যাট জমা করা হয়ে৷ সেই মেসেজ চ্যাটে দেখা যাচ্ছে, ২০১২ সালেরই ২৭ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে শিনা আর রাহুলের কথা হয়েছে মেসেজে৷ এদিন ইন্দ্রাণী মুখোপাধ্যায় কোর্টে ফের জানান যে, তাঁকে ফাঁসানো হয়েছে৷

অন্যদিকে এইবছরই বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর হয় প্রাক্তন মিডিয়া অধিকর্তা পিটার মুখার্জি। তাকেও শিনা বোরা হত্যাকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্ট জানিয়েছে যে এই মামলার অন্যতম অভিযুক্তের বিরুদ্ধে মামলায় জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ২০১৫ সালের ১৯ নভেম্বর শিনা বোরা হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত তথা পিটার মুখার্জির প্রাক্তন স্ত্রী ইন্দ্রানী মুখার্জি আগেই গ্রেফতার হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *