মাত্র ৪ হাজারে কেনা যাবে সোনা, মিলবে সুদ! আজ থেকে সুযোগ দিচ্ছে RBI

মাত্র ৪ হাজারে কেনা যাবে সোনা, মিলবে সুদ! আজ থেকে সুযোগ দিচ্ছে RBI

5dec5b167f3d5155517299630f204a79

কলকাতা: আজ থেকে বাজারে গোল্ড বন্ড বিক্রির কাজ শুরু করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷ মাত্র ৪ হাজার ২৬০ টাকা দামে প্রতি গ্রাম সোনার বন্ড কেনা যাবে৷ কমপক্ষে ৮ বছরের মেয়াদের ভিত্তিতে এই গোল্ড বন্ড কেনা যাবে৷ অনলাইনের মাধ্যমে গ্রাম প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় মিলবে৷ গোল্ড বন্ডের উপর বার্ষিক ২.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷

মূলত যাঁরা সোনা কিনে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এই বন্ড সব থেকে লাভদায়ক৷ এতে সোনা জমিয়ে রাখার কিংবা তা সুরক্ষা নিয়ে কোনও চিন্তা করতে হয় না৷ আরবিআই জানিয়েছে, অনলাইনের মাধ্যমে আজ থেকে আগামী ৬ মার্চ পর্যন্ত ওই বন্ড কিনতে পারবে আম জমতা৷ এমনকি, বিভিন্ন ব্যাংক থেকেও মিলবে এই বন্ডগুলি কেনার সুযোগ৷ পোস্ট অফিসেও মিলবে গোল্ড বন্ড কেনার সুযোগ৷ বাৎসরিক ২.৫ শতাংশ হারে সুদ মিলবে৷ ছ’মাস অন্তর সেই সুদের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠানো হবে৷ সুদের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে সোনার দামও৷ আট বছর পর গোল্ড বন্ডের মেয়াদ শেষ হওয়ার সময় ‘৯৯৯’ বিশুদ্ধ সোনার মূল্য পাওয়া যাবে৷ অন্তত পাঁচ বছর এই গোল্ড বন্ড রাখতেই হবে৷

সাধারণ গ্রাহক যদি ওই গোল্ড বন্ড কিনতে চান, তাহলে তাঁকে কমপক্ষে ১ গ্রাম সোনার বন্ড কিনতে হবে৷ সর্বোচ্চ ৪ কেজি সোনা কেনা কেনা যাবে৷ কোনও প্রতিষ্ঠান সর্বোচ্চ সীমারেখা ২০ কেজি সোনার বন্ড কিনতে পারবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *