নয়াদিল্লি: ভারতে দুই জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের মধ্যে একজন মুম্বইয়ের বাসিন্দা ও একজন তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গিয়েছে। এনােরা কেউ সম্প্রতি চিন সফর করেনি বলেই জানা গিয়েছে। তবে একজন ইতালি থেকে সদ্য সদ্য দেশে ফিরেছেন। অন্যজন দুবাই থেকে দেশে ফিরেছেন। এই নিয়ে ভারতে মোট পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে আগের তিন জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, আক্রান্ত দুই জনের অবস্থা স্থিতিশীল। তবে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্য দিকে, বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। চিনের পর ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরানে করোনা ভাইরাসে ব্যাপক পরিমাণে মানুষ আক্রান্ত হয়েছে। ভারতের তরফে ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপানে নাগরিকদের ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।
Positive case of COVID-19 Telangana: State Health Minister Eatela Rajender has called an emergency meeting with the health officials at the Directorate of Public Health in Hyderabad. https://t.co/XFcwRSNrPu
— ANI (@ANI) March 2, 2020