করোনা আতঙ্কে চরম উদ্বিগ্ন খোদ সেনাপ্রধান, দিলেন বার্তা

করোনা আতঙ্কে চরম উদ্বিগ্ন খোদ সেনাপ্রধান, দিলেন বার্তা

নয়াদিল্লি: নোভেল করোনা ভাইরাস নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন সেনাপ্রধান এমএম নারাভানে৷ বুধবার ভারতীয় সেনার আন্তর্জিতক সেমিনারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এই সোমিনারে অংশগ্রহনকারী প্রত্যেককে স্বাগত জানাই৷ বিশেষ করে স্বাগত জানাই বিদেশ থেকে আসা  প্রতিনিধিদের৷ আশা করি একটি ভাইরাস মুক্ত সেমিনার করতে পারব আমরা৷’ স্থলভাগে বদলে যাওয়া যুদ্ধ কৌশল ও এর উপর সেনাবাহিনীর প্রভাব ছিল সেমিনারের আলোচ্য বিষয়৷

এদিন সেমিনারের শুরুতেই করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনাপ্রধান এমএম নারাভানে৷ করোনা নিয়ে আতঙ্কিত এদেশের মানুষ৷ ইতিমধ্য ২৬ জন করোনা আক্রান্ত হয়েছে বলে খবর৷ পরিস্থিত মোকাবিলায় দফায় দফায় আলোচনা চলছে৷ করোনা মোকাবিলায় দিল্লির রাম মনোহর লোহিয়া এবং সফদরজং হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =