করোনা রুখতে নয়া পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, মেনে চলুন নিয়মগুলি!

করোনা রুখতে নয়া পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, মেনে চলুন নিয়মগুলি!

7b81b7e56249aaf993bd155b35034729

রাষ্ট্রসংঘ: করোনা মোকাবিলায় বেশ কিছু দাওয়াই দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ বুধবার ‘হু’-এর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের টেকনিক্যাল প্রধান বেনডেত্তা অ্যালেগ্রাঞ্জি একটি ভিডিওর মাধ্যমে করোনা প্রতিরোধে বিশ্ববাসীকে বেশ কিছু কৌশল অবলম্বনের পরামর্শ দেন৷

তিনি বলেন, করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ করতে হবে৷ যমন, ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে৷ হাত পরিষ্কার করার জেল, সাবান বা শুধু জল ব্যবহার করে নির্দিষ্ট সময় অন্তর হাত ধুঁয়ে ফেলতে হবে৷ কাশি বা হাঁচির সময় হাত দিয়ে নিজের নাক-মুখ ঢেকে রাখতে হবে৷ এক্ষেত্রে টিস্যুও ব্যবহার করা যাতে পারে৷ তবে ব্যবহারের সঙ্গে সঙ্গে টস্যুটি ফেলে দিতে হবে৷ কোনও ব্যক্তির জ্বর বা সর্দি-কাশি সমস্যা হলে তাঁর থেকে দূরে থাকার পরামর্শ দেন অ্যালেগ্রাঞ্জি৷

তিনি আরও বলেন, জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন৷ সম্প্রতি বাইরে কোথাও ঘুরতে গেছিলেন কিনা তা অবশ্যই চিকিৎসককে জানান৷ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকুন আর এই নিয়মগুলি মেনে চলুন৷ এই বিস্তারিত তথ্য পেতে লগইন করতে করুন www.who.int তে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *