Yes Bank ডুবছে, তাতে কী হয়েছে? আমার টাকা সুরক্ষিত: অর্থমন্ত্রী নির্মলা

Yes Bank ডুবছে, তাতে কী হয়েছে? আমার টাকা সুরক্ষিত: অর্থমন্ত্রী নির্মলা

নয়াদিল্লি: ইয়েস ব্যাঙ্কের সংকটে উদ্বিগ্ন গ্রাহকদের অভয় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলেন, চিন্তার কোনও কারণ নেই৷ আপনাদের গচ্ছিত অর্থ সুরক্ষিত থাকবে৷ সংকট মেটাতে এগিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ আমাকে আশ্বস্ত করেছেন৷ তিনি জানিয়েছেন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের কোনও রকম আর্থিক ক্ষতি হবে না৷ তাঁদের টাকা সুরক্ষিত আছে, থাকবে৷ খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে৷ সীতারামন আরও বলেন, আমি লাগাতার আরবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। ইয়েস ব্যাঙ্ক ইস্যুটি খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকারও৷ অনদিকে আরবিআই গভর্নর জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে স্কিম তৈরি করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে৷ আপাতত ইয়েস ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরসের কাজকর্ম ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে৷ পরিচালনার ভার নিয়েছে আরবিআই৷

আমানতকারীদের জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের লিখিত নির্দেশ ছাড়া মাসে ৫০,০০০-এর বেশি টাকা তোলা যাবে না। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, তবে তা ঠিক করবে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কর্তৃপক্ষ। ইয়েস ব্যাঙ্কের আর্থিক অবস্থার অবনতির জন্যই এই কড়াকড়ি বলে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে৷  এদিন নির্মলা বলেন, ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা যাতে ৫০ হাজার টাকার ঊর্ধ্বসীমার মধ্যে টাকা তুলতে পারেন, তা সুনিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =