এবার কার পালা? Yes Benk-কাণ্ডে বিস্ফোরক চিদম্বরম, কেন্দ্রকে একহাত

এবার কার পালা? Yes Benk-কাণ্ডে বিস্ফোরক চিদম্বরম, কেন্দ্রকে একহাত

নয়াদিল্লি: পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের (পিএমসি) আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছিল কয়েক মাস আগেই। সেই তালিকায় এবার ইয়েস ব্যাঙ্ক! দেশের আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র সরকারের গাফিলতির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শুক্রবার ইয়েস ব্যাঙ্ক দুর্নীতির বিষয়ে তিনি টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি এই পরিস্থিতিতে সরকারের কী করা উচিত, সেই সমাধানসূত্রও দিয়েছেন।

৫ মার্চ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের একটি বিজ্ঞপ্তিতে ইয়েস ব্যাঙ্কের ওপর স্থগিতাদেশ জারি করে। সেই বিজ্ঞপ্তির জেরেই আমানতকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম কেন্দ্রকে খোঁচা মেরে বলেন, 'এরপর কোন ব্যাঙ্কের পালা?' শুক্রবারের টুইটে আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, '৬ বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে। তারা দেশের আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা কীভাবে করছে, তা দেখাই যাচ্ছে। প্রথমে পিএমসি ব্যাঙ্ক। এবার ইয়েস ব্যাঙ্ক। সরকার কি এই পরিস্থিতিগুলো নিয়ে আদৌ চিন্তিত নয়?' যে সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে তার দায়ও সরকারের বলে উল্লেখ করেন তিনি। তবে এই পরিস্থিতিতে কী করণীয়, সেই উপায়ও বলেছেন তিনি। তাঁর কথায়, 'ঋণগুলো উদ্ধার করে আমানতকারীদের আশ্বস্ত করা দরকার যে, তাঁদের টাকা সুরক্ষিত থাকবে। ফেরতও দেওয়া হবে সেই টাকা।'

মূলধন সংক্রান্ত সমস্যা ও অনাদায়ী ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ইয়েস ব্যাঙ্কের অবস্থা সঙ্গীন। এছাড়া অভ্যন্তরীণ একাধিক সমস্যা তো রয়েইছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্কটিকে বাঁচাতেই কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই। তারা আস্থা রেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর। তবে মাস ছ'য়েক আগে পিএমসি ব্যাঙ্কের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কিং রেগুলেটরের সেই একই পদক্ষেপ চিন্তার ভাঁজ ফেলেছে গ্রাহকদের একাংশের কপালে। ইডি-র হানার ঘটনা সেই চিন্তা আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *