নয়াদিল্লি: বুধবার ভারতীয় রেলমন্ত্রক একটি টুইটে মহিলাদের কুলির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে। টুইটে উল্লেখ করা হয়েছে যে এই মহিলাদের জন্য গর্বিত এবং কীভাবে তারা 'অদ্বিতীয়া'।
যদিও মহিলা কুলিদের নিয়ে রেলমন্ত্রকের এই গর্বের কোনো কারণ খুঁজে পাচ্ছেননা নেটিজেনরা। বরং ২০২০-তে দাঁড়িয়ে এই পদ্ধতি অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেছেন। এটা কোনো বিষয় নয় যে ওই ব্যক্তি নারী না পুরুষ।
কংগ্রেস সাংসদ শশী থারুর এই টুইটের তীব্র ভাষায় সমালোচনা করেন। পাল্টা টুইটের তিনি লেখেন “এটি অপমানজনক। তবে এই আদিম প্রথায় লজ্জিত হওয়ার পরিবর্তে, আমাদের ভারতীয় রেল দরিদ্র মহিলাদের ভারী বোঝা বহন করার এই শোষণ গর্বের সঙ্গে জাহির করছে?” তবে রেল মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টে রেলের সমস্ত পদে মহিলাদের সাবলীল অ়ংশগ্রহণের মে দৃশ্য তুলে ধরা হয়েছে তা নারীশক্তির নজির বলা যায়। রেললাইন সারাই থেকে হাইটেনশন লাইনে কাজ। রেলের ড্রাইভার থেকে সিগন্যালিং। কোথায় নেই তাঁরা?
Working for Indian Railways, these lady coolies have proved that they are second to none !!
We salute them !! pic.twitter.com/UDoGATVwUZ
— Ministry of Railways (@RailMinIndia) March 4, 2020