নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ৭ নারীকে সঁপলেন নমো

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ৭ নারীকে সঁপলেন নমো

85f98b132f1ed34197ce6138a8bbfcc8

নয়াদিল্লি: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের কুর্নিশ নমোর৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যকাউন্ট লগআউট করে তা সাতজন মহিলাকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

রবিবার সকালে ট্যুইট করে প্রধানমন্ত্রী জানান, তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে লগ আউট করছেন এবং তা দিচ্ছেন সাত জন মহিলাকে। আন্তর্জাতিক নারী দিবসে তাঁরা তাঁদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে।

এদিন ট্যুইট করে মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী৷ নারী শক্তিকে অভিবাদন জানিয়ে নমো বলেন, ‘‘আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও  সাফল্যকে স্যালুট জানাই। কয়েকদিন আগেই জানিয়েছিলাম আমি সাইন অফ করছি৷ আজ সারাদিন আমি সোশ্যাল মিডিয়ার বাইরে থাকব৷ আমার অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন সাতজন নারী৷ আপনাদের সঙ্গে এই অ্যাকাউন্টের মাধ্যমে হয়তো আলাপচারিতাও সারবেন তাঁরা৷’’

তিনি আরও লেখেন, ‘‘দেশের প্রতিটি প্রান্তে অসামান্য সব মহিলা আর্কাইভার রয়েছেন৷ বিভিন্ন ক্ষেত্রে তাঁরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন৷ তাঁদের এই লড়াই লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা যোগাচ্ছে৷ আসুন তাঁদের এই সফল্যকে উদযাপন করি৷ তাঁদের থেকে পথ চলার শিক্ষা নিই৷’’ প্রধানমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডল থেকে প্রথম ট্যুইট করেছেন স্নেহা মোহান্ডোস। ভারতে ফুড ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তিনি। স্নেহা জানান, ‘‘খাদ্য নিয়ে অন্যরকম চিন্তার সময় এসেছে৷ গরীব মানুষগুলিকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হবে৷ আমি আমার মায়ের কাজে অনুপ্রাণিত৷ যিনি ঘরছাড়াদের মুখে খাবার তুলে দিতেন। আমি শুরু করেছি ফুড ব্যাঙ্ক ইন্ডিয়া।’’

গত সোমবার সোশ্যাল মিডিয়া ইউজারদের খানিক চমক দিয়ে ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু এর পিছনে থাকা কারণ সম্পর্কে কোনও মন্তব্যই করেননি৷ পরের দিন অন্ধকারে আলোকপাত করেন তিনি৷ জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সেই মহিলাদের হাতে সঁপবেন, যাঁদের জীবন ও কাজ তাঁকে উদ্দীপিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বিপুল ফলোয়ার রয়েছে। সারা বিশ্বের নেতাদের মধ্যে এবিষয়ে তিনি অগ্রগণ্য। টুইটারে তাঁর ফলোয়ার ৫৩.৩ মিলিয়ন, ফেসবুকে ৪৪ মিলিয়ন, ইনস্টাগ্রামে ৩৫.২ মিলিয়ন ও ইউটিউবে ৪.৫ মিলিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *