১৬ মার্চ বাতিল হবে এই সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড, নির্দেশ RBI-এর

১৬ মার্চ বাতিল হবে এই সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড, নির্দেশ RBI-এর

নয়াদিল্লি: ক্রেডিট বা ডেবিট আছে, অথচ অনলাইন কেটাকাটায় তা কোনও দিন ব্যবহার করেননি?  তাহলে খুব শীঘ্রই বাতিল হতে চলেছে আপনার কার্ড৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে অনলাইন কেনাকাটায় ব্যবহার না হওয়া যাবতীয় ক্রেডিট ও ডেবিট কার্ড ১৬ তারিখ থেকে অকেজো হয়ে যাচ্ছে।

গত ১৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে আরবিআই৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ডেবিট ও ক্রেডিট কার্ডগুলির নিরাপত্তা বাড়াতে এই সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। দেশে বেড়ে চলা সাইবার জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ৷

আরবিআই-এর পক্ষ থেকে ব্যাঙ্কগুলির উদ্দেশ্যে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু এটিএমে ঘরোয়া লেনদেন ও দেশের মধ্যে কেনাকাটার কাজে ব্যবহারের জন্য ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করতে হবে ও পুনর্নবীকরণ করতে হবে। আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, কার্ডহীন ও যোগাযোগহীন লেনদেনের জন্য গ্রাহকদের কার্ডে বিশেষ পরিষেবার আবেদন করতে হবে। আগামী ১৬ মার্চ থেকে নতুন কার্ডের ক্ষেত্রে এই নিয়ম চালু হয়ে হচ্ছে৷ আর যাঁরা পুরনো কার্ড হোল্ডার, তাঁদের সিদ্ধান্ত নিতে হবে এই সুবিধাগুলোর কিছু বন্ধ রাখবেন কি না।

১৬ মার্চ থেকে অব্যবহৃত ডেবিট বা ক্রেডিট কার্ডগুলি বাতিল হয়ে যাবে, যদি তা ব্যবহার করা শুরু না হয়। আরবিআইয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড অধিকারীরা অনলাইন ট্রানজেকশন করতে পারবেনা না ওই কার্ড ব্যবহার করে। পাশাপাশি প্রতিটি ব্যাঙ্ক, নিজস্ব  ঝুঁকিতে ঠিক করবে, তাদের ইতিমধ্যেই ইস্যু করা কার্ডে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন, আন্তর্জাতিক লেনদেন ও যোগাযোগহীন লেনদেনের সুবিধে বন্ধ করে দেওয়া হবে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =