মুম্বই: করোনা আতঙ্কে এবছর হোলির রং ছিল ফিঁকে৷ মন খুলে দোল খেলতে পারেনি দেশের মানুষ৷ তাই এবার রংয়ের উৎসবে একেবার ভিলেনের বেশে অবতীর্ণ হল ‘করোনাসুর’৷ হোলির প্রাক সন্ধ্যায় ‘হোলিকা’ উৎসবে পোড়ানো হল ‘করোনাসুর’৷ করোনাকে থিম করেই গড়ে তোলা হয় এই কুশপুতুল৷
করোনার থেকে মুক্তি পেতে প্রতীকি হিসাবে মুম্বইয়ের ওরলি এলাকায় পোড়ানো হল ‘করোনাসুর’৷ অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের আনন্দ পালন করা হয় হোলিকা দহন ও হোলি মিলন উৎসবের মধ্যে দিয়ে৷ উত্তর ভারত ও মুম্বইয়ে এই অনুষ্ঠান বহুল প্রচলিত৷ ফি বছর হোলিতে মেতে ওঠেন এখানকার মানুষ৷ তবে চলতি বছর করোনা আতঙ্কে ছেদ পড়েছে উৎসবের রঙে৷ সতর্কতার বার্তা দিয়ে হোলি খেলবেন না বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
প্রহ্লাদকে বাঁচাতে হোলিকাকে বধ করেছিলেন ভগবান বিষ্ণু৷ সেই ঐতিহ্য মেনেই হোলির আগে দিন হয় হোলিকাদহন৷ এবার বাণিজ্যনগরীর হোলিকার ছবি ছিল একটু ভিন্ন৷ মুম্বইয়ের ওরলি এলাকায় এবছর হোলিকাসুরের জায়গায় তৈরি করা হয় করোনাসুর৷ যার উপর লেখা হয় কোভিড-১৯৷ করোনাসুরের হাতে ছিল একটি স্যুটকেস৷ যাতে লেখা রয়েছে আর্থিক মন্দার কথা৷ এই করোনাসুরকেই পোড়ান মুম্বইবাসী৷