রাজকীয় সম্পত্তির বৈভব! কত কোটির মালিক জ্যোতিরাদিত্য? চমকে উঠবেন

সিন্ধিয়া রাজবংশের সন্তান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়াও ছিলেন রাজবংশের সন্তান। অর্থনীতি বিষয়ে হার্ভার্ডের ছাত্র জ্যোতারিদত্যর রাজনৈতিক মহলেও একটা বিশিষ্ট নাম। কংগ্রেসের প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্যের বাবা মাধব রাও সিন্ধিয়া ছিলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এমন পরিবারেই বড় হয়েছেন জ্যোতিরাদিত্য। বাবার আকস্মিক মৃত্যুর পরই কংগ্রেসে যোগ দেন তিনি। ঘুরে দাঁড়াতে হয়নি তাঁকে। প্রায় ১৮ বছর পর সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বিজেপি-তে। জানেন তাঁর অর্জিত সম্পত্তির পরিমাণ কত? সিন্ধিয়া রাজবংশের জয় বিলাস মহল যখন তৈরি হয়েছিল, তখন তার বাজারমূল্য ছিল ১ কোটি টাকা। বর্তমানের হিসেবে যা দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার কোটি  টাকায়।

3 stocks recomended

দিল্লি: সিন্ধিয়া রাজবংশের সন্তান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়াও ছিলেন রাজবংশের সন্তান। অর্থনীতি বিষয়ে হার্ভার্ডের ছাত্র জ্যোতারিদত্যর রাজনৈতিক মহলেও একটা বিশিষ্ট নাম। কংগ্রেসের প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্যের বাবা মাধব রাও সিন্ধিয়া ছিলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এমন পরিবারেই বড় হয়েছেন জ্যোতিরাদিত্য। বাবার আকস্মিক মৃত্যুর পরই কংগ্রেসে যোগ দেন তিনি। ঘুরে দাঁড়াতে হয়নি তাঁকে। প্রায় ১৮ বছর পর সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বিজেপি-তে। জানেন তাঁর অর্জিত সম্পত্তির পরিমাণ কত? সিন্ধিয়া রাজবংশের জয় বিলাস মহল যখন তৈরি হয়েছিল, তখন তার বাজারমূল্য ছিল ১ কোটি টাকা। বর্তমানের হিসেবে যা দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকায়।

তবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কমিশনে দেওয়া হলফনামা অনুসারে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি ৫৮ লক্ষ ২৩৬ টাকা। যার মধ্যে ব্যাঙ্ক অফ বরোদা (মুম্বই), ইয়েস ব্যাঙ্ক (মুম্বই), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (দিল্লি, মাধব চক, গোয়ালিয়র), ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (গোয়ালিয়র), এইচএসবিসি (দিল্লি), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (মুম্বই), এইচডিএফসি ব্যাঙ্ক (চার্চগেট), ব্যাঙ্ক অফ আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র), জেপি মর্গ্যান চেস ব্যাঙ্ক (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রভৃতি সংস্থায় রয়েছে মোট ২২ কোটিরও বেশি টাকা। এছাড়া ৮ কোটিরও বেশি মূল্যের সোনা, প্রায় ৩ কোটি টাকা মূল্যের রুপো রয়েছে এই সম্পত্তিতে। রুপোর সিগারেটের বাক্স রয়েছে ২০ হাজার টাকা মূল্যের। তবে পোস্টাল সেভিংস বা জীবন বীমার মতো কোনও বীমা সংস্থায় তিনি রাখেননি কোনও টাকা। 

স্থাবর সম্পত্তির পরিমাণ ৩২৮ কোটি ৯৮ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা। যার মধ্যে রয়েছে ১৮১ কোটি টাকার জমি। এর মধ্যে সিন্ধিয়ার জয় বিলাস মহলে রয়েছে ৪০ একর জমি, মহারাষ্ট্রের শ্রীগোন্ডায় ১৯ একরেরও বেশি জমি, লিম্পেনগাঁওয়ে ৫৩ একরেরও বেশি জমি রয়েছে। মুম্বইয়ের সমুদ্র মহলে রয়েছে দু'টি ফ্ল্যাট। এছাড়াও অন্যান্য বাসযোগ্য প্রাসাদ মিলিয়ে ১৪৭ কোটিরপ বেশি টাকার সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ৩২৯ কোটি টাকা। এছাড়াও ২০১৭-২০১৮ অর্থ বছর অনুসারে তাঁর নিজস্ব বার্ষিক আয় ১ কোটি ৫১ লক্ষ ৫৬ হাজার ৭২০ টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twelve =