চেন্নাই: দল ঘোষণা নিয়ে জল্পনার মধ্যে ভক্তকূলকে নিরাশ করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত৷ ফ্যানেদের হতাশ করেই বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘আমি কোনও দিনই মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা রাখিনা৷ এর আগেও একথা বহুবার জানিয়ছি৷ আমি শুধু রাজনীতিতে বদল আনতে চাই৷ আমি চাই উঠে আসুক নতুন প্রজন্মের নেতৃত্ব৷’’
২০২১ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন৷ এর ঠিক দু’বছর আগে রাজনৈতিক দল ঘোষণার কথা জানিয়েছিলেন রজনীকান্ত৷ তাঁর দল ঘোষণার দিন নিয়ে নিয়ে জোড় কানঘুষো চলছে রাজনৈতিক মহলে৷ এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণী তারকা বলেন, ‘‘আমার শুভাকাঙ্খী ও বন্ধুমহলকে আগেই জানিয়েছিলাম, আমি দলের দায়িত্বে থাকব৷ কিন্তু মুখ্যমন্ত্রীর তখত আমার চাই না৷ এবিষয়ে অবশ্য তাঁরা আমাকে সতর্ক করেছেন৷ বলেছেন, মানুষ এটা মেনে নেবে না৷ কিন্তু আমার কিছুই করার নেই৷ আমার লক্ষ্য শুধু পররিবর্তন আনা৷ নতুন আশা জাগাতে চাই মানুষের মনে৷’’ তাঁর আশা, রাজ্যের ভার ন্যাস্ত হবে কোনও ‘শিক্ষিত ও সহানুভূতিশীল যুবক’-এর হাতে৷
এদিন পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজনীকান্ত আরও বলেন, ‘‘আমাদের রাজ্য রাজনীতিতে দু’জন বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন৷ জয়ললিতা এবং কলাইঙ্গার (এম করুণানিধি)৷ যাঁদের বিপুল সমর্থন জানিয়েছিল মানুষ৷ কিন্তু সেই স্থান এখন ফাঁকা৷ পরিবর্তন আনতে নতুন পদক্ষেপ করতে হবে আমাদেরই৷’’
গত সপ্তাহে রজনী মাক্কাল মনদ্রামের জেলা সচিবদের সঙ্গে বৈঠক করেন থালাইভা। তবে ওই বৈঠকে তিনি সন্তুষ্ট নন বলেই জানান রজনীকান্ত৷ তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যুতে আমাদের আলোচনা হয়েছে৷ কিন্তু ব্যক্তিগতভাবে একটি বিষয় আমি মানতে পারছি না৷ সময় এলেই এই অসন্তোষের কারণ জানাব৷’’