নয়াদিল্লি: করোনায় জেরবার বিশ্ব৷ ভারতে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন৷ মৃতের সংখ্যা বেড়ে ৩৷
কর্নাটক, দিল্লির পর মঙ্গলবার মহারাষ্ট্রে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে৷ বয়স ৬৪ বছর৷ মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর৷ তথ্য গোপনের অভিযোগ উঠেছে ওই বৃদ্ধর বিরুদ্ধে৷
এই অবস্থায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আগামী সাত দিনের জন্য সমস্ত সরকারি দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি করোনা রুখতে সব মন্ত্রকের অফিসে থার্মাল স্ক্যানার বসানোর নির্দেশ দেওয়া হয়ছে৷
৩১ মার্চ পর্যন্ত ভারতে বাতিল করা হয়েছে ২২টি ট্রেন৷ অন্যদিকে, করোনার জেরে বিশ্বে ১ লক্ষ ৮৫ হাজার উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে৷ গুজরাতে ২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্ট্যাচু অফ ইউনিটি৷ ইতিমধ্যেই পর্যটকদের জন্য আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ বন্ধ করে দেওয়া হয়েছে৷ সতর্কতা অবলম্বন করে বন্ধ রাখা হয়েছে কাশি বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ৷ কাশি বিশ্বনাথ মন্দির চত্বরে বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ করোনা আতঙ্কে দেশের যাবতীয় সৌধ ও মিউজিয়াম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ এই সমস্ত জায়গায় সিনেমার শুটিং, ফটোগ্রাফি বা অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ মঙ্গলবার থেকে বন্ধ করা হল তাজমহল। পর্যটকদের ভিড় এড়াতে আপাতত তালা ঝুলল পৃথিবীর সপ্তম আশ্চর্যে৷
এদিকে পশ্চিমবঙ্গে হাজার দুয়ারি সহ মুর্শিদাবাদের ১০টি সৌধ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এরাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত সিনেমা হল৷ ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার৷ এদিকে, করোনা সংক্রমণ রুখতে রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে তা জানতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরে ট্যুইট করে তিনি সকলকে সরকারি নির্দেশ মেনে চলার আর্জি জানান তিনি।