নয়াদিল্লি: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে গোটা বিশ্বে। মৃত্যুর ঘটনাও ঘটছে। ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে এই দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২২। এছাড়াও বিদেশি রয়েছেন ২৫ জন। বর্তমানে সুস্থ হয়েছেন ১৪ জন। মৃত্যুর ঘটনা ঘটেছে ৩টি। করোনার জেরে সর্বাধিক ক্ষতি মহারাষ্ট্রের। এরই মধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
অন্ধ্রপ্রদেশ ১ জন, দিল্লিতে ৯ জন, হরিয়ানায় ২ জন, কর্নাটকে ১১ জন, কেরলে ২৫ জন, মহারাষ্ট্রে ৩৮ জন, উড়িষ্যায় ১ জন, পাঞ্জাবে ১ জন, রাজস্থানে ২ জন, তামিলনাড়ুতে ১ জন, তেলঙ্গানায় ৩ জন, জম্মু ও কাশ্মীরে ৩ জন, লাদাখে ৮ জন, উত্তরপ্রদেশে ১৫ জন, উত্তরাখণ্ডে ১ জন এবং পশ্চিমবঙ্গে ১ জন। সব মিলিয়ে বুধবার সকালের প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে ১২২ জন আক্রান্তের পরিসংখ্যান উঠে এসেছে। এছাড়াও বিদেশি রয়েছেন ২৫ জন।
তাঁদের মধ্যে হরিয়ানায় ১৪ জন, কেরলে ২ জন, মহারাষ্ট্রে ৩ জন, রাজস্থানে ২ জন, তেলঙ্গানায় ২ জন ও উত্তরপ্রদেশের একজনের নাম উঠে এসেছে। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যারা সুস্থ হয়েছেন, তাঁদের সংখ্যাও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মোট ১৪ জন রয়েছেন এই তালিকায়। যার মধ্যে দিল্লি ২ জন, কেরলের ৩ জন, রাজস্থানে ৩ জন, তেলেঙ্গনার ১ জন এবং উত্তরপ্রদেশের ৫ জন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দিল্লি, কর্নাটক ও মহারাষ্ট্রে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে করোনার জেরে।