নয়াদিল্লি: জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার৷ বুধবার রাজ্যসভার অধিবেশনে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
এদিন মন্ত্রকের তরফে জানানো হয়, জমে থাকা মামলাগুলির যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়ে তৎপর কেন্দ্র৷ এর জন্য গড়ে তোলা হয়েছে এনআইএ স্পেশাল কোর্ট৷ দিনে দিনে বিচার করা হচ্ছে৷ নিযুক্ত করা হয়েছে স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটার এবং সিনিয়র প্রসিকিউটর৷
MHA in Rajya Sabha: To reduce pendency of NIA cases the government has taken several steps which include designation of NIA special courts, trial of NIA cases on day to day basis, appointment of special public prosecutor and senior prosecutor. (2/2) https://t.co/VLxf23N6Uu
— ANI (@ANI) March 18, 2020
এনআইএ-র হাতে থাকা মামলাগুলির একটি পরিসংখ্যানও এদিন তুলে ধরা হয়৷ ওই পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে তদন্তের জন্য এনআইএ-র হাতে ২২৯টি মামলার দায়িত্ব সঁপেছে কেন্দ্র৷ যার মধ্যে ২২টি মামলার মীমাংসা হয়ে গিয়েছে৷ ১৪৮টি মামলার চার্জশিট গঠন করা হয়েছে৷ তদন্ত তলছে ৫৯টি মামলার৷