জনতার ঘাড়ে শুল্ক, সেস চাপিয়ে কত কোটির আয় বাড়াল কেন্দ্র?

জনতার ঘাড়ে শুল্ক, সেস চাপিয়ে কত কোটির আয় বাড়াল কেন্দ্র?

f664953114d67602f56bdd12b725f9eb

নয়াদিল্লি: করোনা কোপে স্তব্ধ গোটা বিশ্ব৷ মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ করোনা কাঁটায় ধাক্কা খেয়েছে দেশ ও বিশ্ব অর্থনীতি৷ বিশ্ব বাণিজ্যে লেনদেন কার্যত স্তব্ধ৷ লাটে উঠেছে পর্যটন, আমদানি-রপ্তানি বাণিজ্য৷ একদিকে আর্থিক মন্দা, অন্যদিকে করোনা প্রভাবে আন্তর্জাতিক বাজারে লাগাতার পড়ছে পেট্রপণ্যের দাম৷ এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল প্রতি ব্যারেল পিছু দাম দাঁড়িয়েছে ৩২ ডলার৷ যা একসময় ছিন ৭০ ডলারের কাছাকাছি৷ বিশ্ববাজারে অশোধিত তেলের দাম তলানীতে ঠেকলেও সেই তুনোনায় দেশের বাজারে কমেনি পেট্রল ও ডিজেলের দাম৷ দম কমাতো দূরের কথা, উল্টে পেট্রল, ডিজেলের উপর লিটার শুল্ক, সেস চাপিয়েছে কেন্দ্র৷

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পেট্রল, ডিজেলের উপর দু’টাকা শুল্ক-সহ ১ টাকা সেস আরোপ করা হয়েছে৷ নয়া শুল্ক ও সেস বিধি কার্যকর হওয়ায় পেট্রপণ্যের দাম খুচরো বাজারে না বাড়লেও মুনাফা বাড়ছে সরকারের৷ আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস হলেও সেই তুলোনায় পেট্রপণ্যের দাম কমাছে না৷ পক্ষান্তরে আগের দাম থেকে যাচ্ছে শুল্ক ও সেস চাপানোর জেরে৷ আর এই নয়া শুল্ক ও সেসের কারণে মোটা টাকা আয়ের পথ পেয়েছে সরকার৷ ২ টাকা শুল্ক ও ১ সেসের মাধ্যমে বার্ষিক ৩৯ হাজার কোটি টাকা আয় হবে কেন্দ্রের৷

২০১৯ সালের ডিসেম্বর থেকে ৫০ শতাংশ দাম কমেছে৷ কিন্তু, গত ৬ বছরে শুল্ক ও সেস বেড়েছে ১১ বার৷ শুল্ক বাড়িয়ে পেট্রল থেকে ২৩ ও ডিজেল থেকে ১৯ টাকা আদায় করছে কেন্দ্র৷ কেন্দ্রের আয় বৃদ্ধির সঙ্গে পেট্রপণ্য থেকেও বিপুল আয়ও বেড়েছে রাজ্যের৷ কেননা, পেট্রপণ্যের উপর একাধিক কর কেন্দ্র ও রাজ্য আদায় করে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *