করোনা ব্রেকিং: দেশজুড়ে জনতা কার্ফুর ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা ব্রেকিং: দেশজুড়ে জনতা কার্ফুর ঘোষণা প্রধানমন্ত্রীর

5cbb04cfe4ad94ab0de1a0056b052591

 

নয়াদিল্লি: করোনা মহামারী রুখতে এবার দেশের জনতার কাছ থেকে দু’সপ্তাহ সময় চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংযম বজায় রাখার বার্তা দিয়ে দেশবাসীকে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আমরা নিজে ভাল থাকলে গোটা বিশ্ব ভালো থাকবে৷ এই বার্তা দিয়ে দেশবাসীর নাগরিক কর্তব্য পালনের বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ জানিয়েছেন, এই রোগ প্রতিরোধ করতে  সকলকে সংযম হতে হবে৷ আর সেই কারণে ২২ মার্চ থেকে লাগু্ হবে জনতা কার্ফু৷

এদিন প্রধানমন্ত্রী বলেন, ধৈর্য ধরুন৷ সতর্ক থাকুন৷ সতর্ক থাকুন৷ কেননা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি৷ আমাদেরকে এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার প্রয়োজন৷ আমি এর জন্য পথ খোঁজার চেষ্টা করছি৷ আমাকে কয়েক সপ্তাহ সময় দিন৷’’

প্রত্যেক দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী সবাইকে ধৈর্য ধরতে হবে সতর্ক থাকতে হবে বলে জানান৷ খুব জরুরি না হলে ঘর থেকে না বেরোনোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে না বেরোনোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ প্রয়োজনে বাড়ি থেকেই কাজ করার বিষয়েও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ জনবহুল এলাকাতে এড়িয়ে যাওয়ার ঘোষণা করেছেন মোদি৷ ৭৫ বছরের উপরে নাগরিকদের বাড়ি থেকে না বেরোনোর বিষয়ে পরামর্শ দিয়েছেন মোদি৷

এই রোগ প্রতিহত করতে আগামী রবিবার ২২ মার্চ  সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত জনতা কার্ফু জারি করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ জানিয়েছেন, গোটা দেশজুড়ে এই জনতাকার্ফু জারি থাকবে৷ প্রতিটি রাজ্যসরকার এটা মেনে চলারও বার্তাও দিয়েছেন তিনি৷ একদিন এই জনতা কার্ফু পালন করে করোনার বিরুদ্ধে নাগরিক লড়াই বলেও জানিয়েছেন মোদিও৷ ওই দিন গৃহবন্দি থেকে একে অপরকে অভিনন্দন জানানোর আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ওই দিন বিকাল দেশবাসীকে বিকাল ৫টায় ৫ মিনিট ধরে হাততালি, থালা বাজানো, ঘণ্টা বাজানোরও আর্জি জানান প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *