নয়াদিল্লি: নির্ভয়ার চার অপরাধীর চরম শাস্তির পরই দেশজুড়ে শুরু হয় উৎসবের আমেজ৷ তৃপ্ত নির্ভয়ার বাবা-মা৷
এদিন ফাঁসির খবর পাওয়ার পর কাকভোরেই সাংবাদিকদের সামনে আসেন নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিং ও তাঁর মা আশাদেবী৷ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে৷ কথা বলার সময় চোখের জলে গলা বুজে আসছিল বদ্রীনাথবাবুর৷ নিজেকে সামলে তিনি বলেন, ‘‘আজ শুধু নির্ভয়ার জয় নয়, গোটা দেশের সমস্ত নারীর জয়৷ আজ নির্ভয়া ন্যায়বিচার পেয়েছে৷ সবাই অত্যন্ত খুশি৷ এই দীর্ঘ লড়াইয়ে আমারা পাশে পেয়েছি আমাদের আইনজীবীকে৷ শেষ পর্যন্ত আমরা জয়ী হয়েছি৷’’
আবেগাপ্লুত বদ্রীনাথনাথ বাবু বলেন, ৭ বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করে ছিলাম৷ অবশেষে বিচার মিলেছে৷ গোটা দেশের কাছে আজ বিরাট আনন্দের দিন। কোনও মেয়ে তখনই খুশি হয়, যখন তার বাবা মা খুশি হন। আজ আমরা অত্যন্ত খুশি৷ নির্ভয়াও নিশ্চই আজ ভীষণ খুশি৷ আজ তাঁর আত্মা শান্তি পেয়েছে। তিনি আরও বলেন, মেয়েদের নিরাপত্তা নিয়ে এমন আইন তৈরি হোক, যাতে আর কোনও বাবা মাকে বিচারের জন্য এতদিন অপেক্ষা না করতে হয়।
নির্ভয়ার মা বলেন, ‘‘আজ নির্ভয়া বেঁচে থাকলে মানুষ আমাকে ডাক্তারের মা হিসাবে চিতন৷ আজ আমাকে নির্ভয়ার মা হিসাবে চেনেন৷ মেয়ের জন্য আমি গর্বিত৷’’ শুক্রবার ভোরে দিল্লির তিহার জেরে ফাঁসি দেওয়া হয় নির্ভয়া কাণ্ডের চার অপরাধী পবন গুপ্ত, বিনয় শর্মা, মুকেশ সিং এবং অক্ষয় সিংয়ের৷ ঠিক ৫.৩৭ মিনিটে খবর আসে, ফাঁসি হয়ে গিয়েছে৷