ট্রেনে ছড়িয়ে করোনা, এড়িয়ে চলুন ঝুঁকির সফর! চরম সতর্কতা ভারতীয় রেলের

ট্রেনে ছড়িয়ে করোনা, এড়িয়ে চলুন ঝুঁকির সফর! চরম সতর্কতা ভারতীয় রেলের

a351ad63a1c90c61a6dcb30f00525d6f

নয়াদিল্লি: করোনা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় রেল৷ সংক্রমণ রুখতে ৩১ মার্চ পর্যন্ত ১৫৫টি ট্রেন বাতিল করা হয়েছে৷ কিন্তু ইতিমধ্যেই ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত যাত্রী রেল সফর করেছেন৷ শনিবার ট্যুইট করে এমনটাই জানাল রেল৷

বেশকিছু করোনা সংক্রমিত ব্যক্তি ট্রেন সফর করছেন, এই বিষয়টি রেলের নজরে আসার পরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ৷ শনিবার ট্যুইট করে বলা হয়, ‘‘আপনার পাশের সহযাত্রী সংক্রমিত কিনা, তা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়৷ এই অবস্থায় ট্রেন সফর অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ সফর বাতিল করুন৷ নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন৷’’  

রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ১৩ মার্চ এপি সম্পর্ক কান্তি ট্রেনে সফর করা আট জন যাত্রীর শরীরে করোনাভাইরাসের জীবানু মিলেছে৷ রবিবার বেঙ্গালুরু-দিল্লি রাজধানী এক্সপ্রেসে সফর করছিল এক দম্পতি৷ স্বামীর হাতে কোয়রেন্টিন সিল দেখার পরই তাঁদের ট্রেন থেকে নামিয়ে আনে পুলিশ৷