অযোধ্যা: সামনের সপ্তাহেই রামনবমী৷ অন্য দিকে ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সন্ধান৷ রাম নবমী উপলক্ষ্যে পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে উত্তর প্রদেশ সরকার৷ এই রামনবমীর দিন সূরযু নদীতে স্নান করা হয়৷ বেশি লোক যাতে একসঙ্গে স্নান না করতে পারেন, সেই বিষয়ে উত্তর প্রদেশ সরকার নির্দেশ দিয়েছে৷ তবে রামনবমী উপলক্ষ্যে কোনও অনুষ্ঠান বন্ধের নির্দেশ এখনও উত্তর প্রদেশ সরকার দেয়নি বলে জানা গিয়েছে৷
নির্দেশ অনুযায়ী বাইরে রাজ্য থেকে কেউ আসতে পারবেন না উত্তরপ্রদেশে। রাজ্যের সীমান্ত থেকে তাদের ফিরিয়ে দেওয়া হবে। সমস্ত হোটেল এবং লজ গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও বুকিং না নেওয়া হয়। বিশেষত কোনও বিদেশির বুকিং থাকলে তা ক্যানসেল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২ এপ্রিল পর্যন্ত এইসব নিষেধাজ্ঞা জারি থাকবে। অনুষ্ঠানের অর্গানাইজিং কমিটির তরফ থেকে মহন্ত রাজকুমার দাস জানিয়েছেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অযোধ্যায় এই ধরনের পরিক্রমা হয়ে থাকে। আগামী ২৪ মার্চ ও সেরকমই একটি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে তা স্থগিত রাখা হচ্ছে। যাতে কেউ সংক্রামিত না হয়, সেই জন্যেই অনুষ্ঠান বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অন্য দিকে, উত্তর প্রদেশ সরকার মোদির ঘোষণা করা জনতা কার্ফুতেউত্তর প্রদেশ অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে৷ একই সঙ্গে যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেন৷ তবে তিনি আলাদা করে উত্তর প্রদেশের কথা উল্লেখ করেননি বলে জানা গিয়েছে৷ অন্য দিকে, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ভারতে বতর্মানে ২৮৩ জন করোনায় আক্রান্ত৷ ২৩ জন সুস্থ হয়েছেন ও চার জনের মৃত্যু হয়েছে৷