করোনা আক্রান্তরা ঘুরে বেরিয়েছেন ট্রেনে, রেল মন্ত্রকের টুইটে আতঙ্ক

করোনা আক্রান্তরা ঘুরে বেরিয়েছেন ট্রেনে, রেল মন্ত্রকের টুইটে আতঙ্ক

নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা দেশে লাফিয়ের লাফিয়ে বাড়ছে৷  তার সঙ্গে চড়ছে আতঙ্কের পারদ৷ সেই আতঙ্কের পারদটাকে আরো বাড়িয়ে দিয়ে রেল মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, কমপক্ষে ১২ জন করোনা আক্রান্ত রোগী ১৩ মার্চ থেকে ১৬ মার্চ দু’টি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেছেন৷ এরপরেই রেলমন্ত্রকের তরফে পরামর্শ দেওয়া হয়, খুব প্রয়োজন ছাড়া যাত্রীরা যেন এক্সপ্রেস ট্রেনে যাত্রা কেউ ভ্রমণ করেন৷

রেল দপ্তরের তরফে টুইটে জানানো হয়েছে,  যেহেতু করোনা যাত্রীরা এক্সপ্রেস ট্রেনে উঠেছেন, তাই এক্সপ্রেস ট্রেনে ভ্রমণে আপনি করোনা ঝুঁকির ওপর পড়তে পারেন৷ তাই খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না৷  কারণ এতে আপনিও করোনায় আক্রান্ত হতে পারেন৷ নিজেকে ও প্রিয়জনকে নিরাপদে রাখুন ও সুস্থ থাকুন৷

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মার্চ সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে দিল্লি থেকে রামগুন্ডাম পর্যন্ত সফর করেছিলেন আট জন৷ অন্য চার যাত্রী ১৬ মার্চ গোদান এক্সপ্রেসে মুম্ঊই থেকে জবলপুর সফর করেছিলেন৷ শুক্রবারই তাঁদের করোনা পরীক্ষায় কোভিড-১৯য়ের জীবানু ধরা পড়ে৷ এরপরেই রেল দপ্তর থেকে আসে সতর্কবার্তা৷  উক্ত ট্রেনের  যাত্রীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ কোনও উপসর্গ পাওয়া গেলে যেন দ্রুত হাসপাতালের দ্বারস্থ হয়, তা জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =