সমস্ত আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করল গুজরাত

সমস্ত আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করল গুজরাত

আহমেদাবাদ: রবিবার রাতেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৪০০ পেরিয়ে গিয়েছে৷  ভারতে বেশ কয়েকটি রাজ্যে প্রথম দিকে সেভাবে করোনা আক্রান্তের সংখ্যা ছিল না৷  কিন্তু হঠাৎ করেই সেই সব রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বেড়ে গিয়েছে৷ পশ্চিমের রাজ্যগুলো যেমন রজস্থান, গুজরাত, পঞ্জাব রয়েছে৷ এই পরিস্থিতি রাজ্যগুলো করোনা সংক্রমণ রুখতে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷

করোনা সংক্রমণের জেরে গুজরাত রাজস্থান, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে৷ গুজরাত ও রাজস্থানে  করোনায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷  গুজরাতের সুরাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ অন্য দিকে, রাজস্থানের জয়পুরে এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে৷ ইতালীয় পর্যটক সুস্থ  হয়ে উঠেছিলেন৷ পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে৷ ভারতে  করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে৷ সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে৷ মহারাষ্ট্রে সোমবার নতুন করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ যার ফলে ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৷ মহারাষ্ট্রে করোনায় তিন জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন বিদেশি পর্যটক বলে জানা গিয়েছে৷

অন্য দিকে গুজরাতের ভদোদরায় আরও একজনের মৃত্যুর খবর পা৩ওয়া গিয়েছে সোমবার৷ ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়েছিল৷ কিন্তু তার রিপোর্ট এখনও আসেনি বলে জানা গিয়েছে৷ রবিবার বিহারে এক যুবকের মৃত্যু হয়৷ ওই ব্যক্তি দুই দিন আগেই  কলকাতা হয়েছে বিহারে গিয়েছিলেন৷ রেনাল ফেলিওরে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিহারে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =