আয়কর, GST ছাড়ারের বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

আয়কর, GST ছাড়ারের বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

imagesmissing

নয়াদিল্লি: করোনার জেরবার গোটা দেশ৷ এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে এবার আয়কর, GSR ছাড়ারের বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আয়কর রিটার্নের ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে৷ ২০১৮-১৯ অর্থবছরে আয়কর রিটার্ন জমা দেওয়ার উর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে৷ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যাবে ৩০ জুন পর্যন্ত৷ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যুক্ত করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে৷

অন্যদিকে আয়কর রিটার্নের ছাড় দেওয়ার পাশাপাশি জিএসটি জমা দেওয়ার ক্ষেত্রে সুদের হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে৷ লেট চার্জ কমিয়ে ৯% করেছে কেন্দ্র৷ ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে বার্ষিক পাঁচ কোটির লেনদেনের ক্ষেত্রের কোনও লেট ফাইল লাগবে না৷ মার্চ, এপ্রিল মে, এই তিন মাস জিএসটি দাখিল সময়সীমা বানানো হয়েছে৷ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে৷

২০১৮-২০১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে৷ সুদের হার কমিয়ে ১২ থেকে ৯ শতাংশ করা হয়েছে৷ টিডিএস রিটার্নের ক্ষেত্রে শেষ দিন মাসের ২০ তারিখই নির্দিষ্ট করা হলেও দেরিতে জমা দেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ সুদ কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে৷ বার্ষিক ৫ কোটি টাকার কম  টার্নওভার সংস্থার ক্ষেত্রেও আয়কর রিটার্নের কোনও লেট ফি দিতে হবে না বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷

আমদানি, রফতানিকা শিল্পে শুল্ক ছাড় দেওয়া হয়েছে৷ ৩০ জুন ছাড় দেওয়া হবে৷ করোনা পরিস্থিতির জন্য আর্থিক সমস্যা দেখা দিলে ২৪x৭ কলসেন্টার খোলা হবে৷ এছাড়াও মার্চ, এপ্রিল, মে মাসের জিএসটি রিটার্নে মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে৷ আয়কর রিটার্ন দেরিতে জমা দেওয়ার ক্ষেত্রে সুদের হার ১২% থেকে কমিয়ে ৯% করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *