প্যানের সঙ্গে আধার সংযোগের সময়সীমা বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

প্যানের সঙ্গে আধার সংযোগের সময়সীমা বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

ca6bc661b3ab01d0a67066b9ef4b5607

নয়াদিল্লি: ভুয়ো প্যান কার্ড কাজে লাগিয়ে বেআইনি লেনদেন রুখতে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র৷ বেআইনি লেনদেন ক্ষেত্রে প্যানকার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ আগেই বাধ্যতামূলক করেছিল কেন্দ্র৷ এই সেই প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তকরণের সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া ঘোষণা করলেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

এর আগে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০২০ করা হয়৷ এবার ৯ বার সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷ আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী জানান,  প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তকরণের যে সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হল৷

এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের আধার কার্ড দেওয়ার দায়িত্ব রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই কর্তৃপক্ষের হাতে৷ প্যান কার্ড দেয় আয়কর বিভাগ৷
এর আগে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, যদি প্যানের সঙ্গে আধার যোগ না করা হয়, সেক্ষেত্রে প্যানকার্ডগুলি অকেজো বা বন্ধ হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *