নয়াদিল্লি: করোনা আতঙ্ক কাটাতে সতর্কতা জারির উদ্দেশ্যে গত সপ্তাহেই বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাক দিয়েছিলেন জনতা কারফিউর। বিশেষ সাড়াও ফেলেছিল সেই আহ্বান। সচেতনতার ধারা অব্যাহত রেখে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্তের কথা জানালেন তিনি। মঙ্গলবার রাত ১২টার পর থেকেই গোটা দেশে জারি হবে লক ডাউন। এটাও যে একপ্রকার কারফিউ, তাও বললেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার নির্ধারিত সময়ে জনগণের উদ্দেশ্যে প্রথমেই রবিবারের জনতা কারফিউর প্রশংসা করেন। তিনি বলেন, 'রবিবার জনতা কারফিউর যে আহ্বান দিয়েছিলাম, তা ভারতবাসী সমর্থন করেছেন। আট থেকে আশি পাশে দাঁড়িয়েছেন।' এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, 'যখন দেশে সঙ্কট দেখা দেয়, যখন মানবিকতার সঙ্কট দেখা দেয়, তখন কীভাবে লড়াই করতে হয়, তা দেখিয়েছে ভারতবাসী।' করোনা এত দ্রুত ছড়াচ্ছে যে বিশ্বের তাবড় তাবড় দেশও এই ভাইরাসের বিরুদ্ধে সম্পূর্ণরূপে দাঁড়াতে পারছে না। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতার প্রয়োজন। করোনা মোকাবিলার জন্য সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা শোনা গেছে প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, 'সোশ্যাল ডিসট্যান্সিং শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিদের জন্য বলেই মনে করেন অনেকে। আসলে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সোশ্যাল ডিসট্যান্সিং সবার জন্যই দরকার। এমনকী, প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও এটা প্রয়োজনীয়।'
তিনি সতর্ক করে বলেন, 'এই ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে থাকলে ভারতকে অনেক খেসারত দিতে হবে। কতটা মূল্য চোকাতে হবে, তার কোনও ধারণা নেই।' এই কারণেই জারি হতে চলেছে লক ডাউন। মঙ্গলবার রাত ১২টার পর থেকেই চালু হবে লক ডাউন। গোটা দেশে। তাঁর কথায়, 'ভারতকে বাঁচানোর জন্য, নাগরিকদের বাঁচানোর জন্য আজ রাত ১২টা থেকে ঘর থেকে বাইরে বেরনোর ক্ষেত্রে জারি হবে লক ডাউন। এটা একপ্রকার কারফিউই। জনতা কারফিউর চেয়ে এটা বড় কারফিউ।'