২১ দিনের লকডাউনে কী কী খোলা? দেখে তালিকা! না মানলে জেল ও জরিমানা

২১ দিনের লকডাউনে কী কী খোলা? দেখে তালিকা! না মানলে জেল ও জরিমানা

নয়াদিল্লি: করোনা সতর্কতা জারির জন্য গোটা দেশ জুড়ে লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাত ১২টা থেকেই চালু হবে এই লক ডাউন। নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত ঘোষণার পরই শুরু হয়েছে জল্পনা। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কীভাবে পাবেন, তা নিয়েই শুরু হয়েছে সংশয়। এই পরিস্থিতিতে নিজের টুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী সেই সংশয়ও দূর করেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ বা চিকিৎসার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন তিনি।

২১ দিনের লকডাউন ঘোষণা হলেও বিধিনিষেধের বাইরে থাকছে একাধিক জরুরি পরিষেবা৷ আওতার বাইরে থাকছে ওষুধের দোকান, অ্যাম্বুল্যান্স, ক্লিনিক, ল্যাব, গ্যাস, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেট, কেবল পরিবষেবা, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, এটিএম, ব্যাংক, বিমার অফিস, অত্যাবশ্যকীয় পণ্য, মুদিখানা, রেশন, জল, বিদ্যুৎ, দমকল, সংবাদমাধ্যম, বেসরকারি নিরাপত্তা কর্মী, হিমঘর, মাছ, মাংস, ফল, সব্জি, দুই ও প্রাণী খাদ্য৷