করোনা যুদ্ধে সেনাপতি মোদি, দেশবাসী তাঁর বাহিনী, নমোকে কুর্নিশ চিদাম্বরমের

করোনা যুদ্ধে সেনাপতি মোদি, দেশবাসী তাঁর বাহিনী, নমোকে কুর্নিশ চিদাম্বরমের

3acb593b47f90e50e29a2dd17232db69

নয়াদিল্লি:  করোনার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইকে কুর্নিশ জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ সারা দেশে লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন জানালেন তিনি৷ বুধবার এই বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, ‘‘করোনার বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধের সেনাপতি হলেন দেশের প্রধানমন্ত্রী৷ আর দেশবাসী তাঁর পদাতিক বাহিনী।’’

দেশকে বিপর্যয় মুক্ত করতে মঙ্গলবার সারা দেশে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে চিদাম্বরম বলেন, ‘‘সকল তর্ক-বিতর্ক ভুলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নেওয়া এই সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন করছি।’’ পাশাপাশি এই লকডাউনে নাগরিকদের মৌলিক চাহিদা মেটাতে কেন্দ্রকে ১০টি সুপারিশও করেন চিদাম্বরম। তুলে ধরেন ব্যাঙ্কে নগদ হস্তান্তর, পয়লা এপ্রিল থেকে আগামী ৩ মাসের জন্য অত্যাবশকীয় পণ্যের ওপর থেকে জিএসটি হার কমানোর মতো বিষয়গুলি৷

এদিন চিদম্বরম বলেন, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত প্রান্তিক চাষী ও ভাগ চাষীদের আয় দ্বিগুণ করা হোক৷ পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এমজিএনআরইজিএ-র নথিভুক্ত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা দেওয়ার পরামর্শও দেন তিনি৷ এছাড়াও শহরে দারিদ্রসীমার নীচে বসবাসকারী নাগরিকদের ব্যাঙ্কে জনধন প্রকল্পে এককালীন ৬ হাজার হস্তান্তর, দরিদ্রদের ২১ দিনের জন্য ১০ কেজি করে চাল ও গম বিতরনের কথাও বলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী৷ কোম্পানি আইন মেনে কাজ করা সংস্থাগুলোর কাছে চিদাম্বরমের আবেদন, ‘‘দয়া করে বেতন কাঠামো নিশ্চিত রেখে কোনও কর্মীর যাতে কাজ না হারায় তা নিশ্চিত করুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *