ভোপাল: এবার সাংবাদিকের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাসের জীবানু৷ ওই সাংবাদিক সম্প্রতি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের সাংবাদিক সম্মেলনে গিয়েছিলেন৷ ওই অনুষ্ঠানে যাঁরা যাঁরা সাংবাদিকদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ মধ্যপ্রদেশের সংবাদমাধ্যমে এবার যে করোনা আতঙ্কের থাবা বসালো তা আর বলার অপেক্ষা রইল না৷
জানা গিয়েছে, ভোপালে ওই সাংবাদিকের মেয়ের শরীরে প্রথমে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়৷ এরপরেই সাংবাদিকের পরীক্ষা করা হয়৷ সেখানে রিপোর্ট পজেটিভ আসে৷ খবর প্রকাশ পাওয়ার পরেই মধ্যপ্রদেশের সাংবাদিকদের মনে করোনা আতঙ্ক ছড়িয়েছে৷
মধ্যপ্রদেশে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ বুধবার ইন্দোরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ এই পাঁচ ডন ইন্দোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে৷ ইন্দোরের কোনও আক্রান্তের বিদেশ যাওয়ার ইতিহাস নেই৷ চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে তাঁরা এসেছিলেন৷ সেখান থেকেই তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন৷ তবে কমিউনিটি স্প্রেডের একটা সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে ৷ যেহেতু বর্তমানে ভারতে ২১ দিনের লক ডাউনে চলছে৷ তাই করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই৷৷ মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, এর আগে জবলপুরে ছয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ এছাড়াও ভোপাল, গোয়ালিওর ও শিবপুরীতে মোট তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯১৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রে নতুন করে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ অন্য দিকে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২৷