স্তব্ধ শহর, ২২০ কিমি পায়ে হেঁটে বাড়ির পথে পরিযায়ী শ্রমিক দল

স্তব্ধ শহর, ২২০ কিমি পায়ে হেঁটে বাড়ির পথে পরিযায়ী শ্রমিক দল

নয়াদিল্লি: লকডাউনে স্তব্ধ গোটা দেশ৷ খাঁ খাঁ করছে রাস্তাঘাট৷ নেই কোনও যানবাহন৷ বন্ধ হয়েছে মানুষের আনাগোনা৷ যার জেরে বিপাকে পড়েছে পরিযায়ী শ্রমিকের দল৷

করোনার বাড়বাড়ন্ত রুখতে মঙ্গলবার মধ্যরাত থেকে সারা দেশে লকডাউন জারি করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই পরিস্থিতিতে আটকে পড়েছেন ভিন রাজ্যে কাজের খোঁজে যাওয়া হাজার জাহার মানুষ৷ কেউ বা রয়েছেন বাড়ি থেকে বহু দূরে৷ ভিনরাজ্যে কী ভাবে থাকবেন? কী খাবেন? সেই চিন্তায় তাঁরা দিশেহারা৷ বাড়ি ফেরার কোনও যানবাহন নেই৷ অগত্যা ঘরে ফেরার তাগিদে হেঁটেই বাড়ির দিকে পা বাড়ালেন তাঁরা৷

এমনই এক পরিযায়ী শ্রমিক নূর জাহান৷ তিনি জানান, ‘‘বাড়ি ফেরার কোনও উপায় না পেয়ে হাঁটতে শুরু করেছি৷ গতকাল থেকে হেঁটে চলেছি৷ মনে হচ্ছে বাড়ি পৌঁছতে আরও এক বা দুই দিন লেগে যাবে৷’’ কানপুর দেহাতের আবাকারপুরের বাসিন্দা নূর জাহান৷ আগ্রা-কানপুর হাইওয়ে ধরে হেঁটে চলেছেন আরও অনেক দিনমজুর৷ আশে পাশের জেলাতেই তাঁদের বাড়ি৷ আদেশ নামে এক দিন মজুর বলেন, ‘‘ফিরোজাবাদের শীর্ষগঞ্জ থেকে হাঁটা শুরু করেছি৷ যাব কানপুরের ঘাতমপুরে৷’’ দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার৷