নয়াদিল্লি: মাছি থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ৷ আন্তর্জাতিক স্বাস্থ্য ম্যাগাজিনের দাবি উদ্ধৃত করে এমনই টুইট করেন অভিনেতা অমিতাভ বচ্চন৷ রি-টুইট করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও অভিনেতা অমিতাভ বচ্চনের টুইট পত্রপাঠ খারিজ করে দিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক৷
আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মাছি থেকে কখনই করোনা ভাইরাস সংক্রমিত হয় না৷ ফলে প্রধানমন্ত্রী ও অমিতাভ বচ্চন দেওয়া তথ্য সঠিক নয়৷ ২৫ মার্চ সন্ধ্যা ৭টা ৫৭ নাগাদ একটি ভিডিও প্রকাশ করেন অমিতাভ বচ্চন৷ ভিডিও বার্তায় তিনি জানান, মাছি থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস৷ জানান, করোনাভাইরাস মহামারী দ্রুতগতিতে সংক্রমিত হচ্ছে৷ সংক্রমিত রোগীর সংস্পর্শে এসে মাছি করোনা বহন করে নিয়ে অন্যদের তা ছড়িয়ে দিতে পারে৷ এই সংক্রান্ত একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি৷ রিটুইট করেন প্রধানমন্ত্রী৷
T 3481 – A study in the @TheLancet shows that coronavirus lingers on human excreta much longer than in respiratory samples.
Come on India, we are going to fight this!
Use your toilet: हर कोई, हर रोज़, हमेशा । Darwaza Band toh Beemari Band! @swachhbharat @narendramodi @PMOIndia pic.twitter.com/VSMUHdjXKG— Amitabh Bachchan (@SrBachchan) March 25, 2020