কমছে করোনা আক্রান্তের হার, লকডাউন শিথিলতায় নারাজ স্বাস্থ্য মন্ত্রক

কমছে করোনা আক্রান্তের হার, লকডাউন শিথিলতায় নারাজ স্বাস্থ্য মন্ত্রক

2be6f5febadd31b6aa3332631384b935

নয়াদিল্লি: করোনায় জেরবার ভারত৷ লকডাউনের সিদ্ধান্ত কতটা সফল হবে, সেই দিকে তাকিয়ে ভারতবাসী৷ তবে হালকা হলেও আক্রান্তের পরিসংখ্যানের নিরিখে আশার আলো দেখছে দেশের মানুষ৷  
পরপর চারদিন উল্লেখযোগ্যভাবে ভারতে বৃদ্ধি পাচ্ছিল করোনা আক্রান্তের সংখ্যা৷ দিনে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৭০ থেকে ৮০ জন৷ পরিস্থিতি সমাল দিতে মঙ্গলবার মধ্যরাত থেকে দেশে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার৷ তার ফলও মিলছে হাতেনাতে৷ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৩৷

গতকালও দেশে ৭৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছিল৷ এর পর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৪৩ জন৷ যা নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৪৯৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক লব আগরওয়াল বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি, করোনা আক্রান্তের হার ক্রমে হ্রাস পাচ্ছে৷ কিন্তু এই মুহূর্তে আমরা কোনও ভাবেই নিশ্চিন্ত থাকতে পারছি না৷’’ তিনি আরও বলেন, ‘‘ধীরে গতিতে হলেও সংক্রমণের হার কমছে৷ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে৷ এই মুহূর্তে ‘সামাজিক দূরত্ব’ কতটা গুরত্বপূর্ণ তা আরও বেশি করে মানুষকে বোঝাতে হবে৷ সেইসঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলির যাতে অভাব না হয়, সে দিকেও সরকারকে নজর রাখতে হবে৷ মানুষের হাতে পর্যাপ্ত জিনিস পৌঁছলে তবেই ভিড় কমবে দোকান- বাজারে৷’’

d744c8736476f193f63c3bc57005a86e

মঙ্গলবার সন্ধ্যায় দূরদর্শনের মাধ্যমে  ২১ দিনের জন্য দেশে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘এই ২১ দিন অনেক বেশি মনে হলেও, এটাই আপনাদের জীবন বাঁচানোর একমাত্র পথ৷ বাড়িতে থাকুন৷ নিজের জীবন বাঁচান৷’’  এদিকে জনতা কার্ফু বা সামজিক দূরত্ব রেখে দেশকে করোনা মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল৷ তাঁর মতে, এতে সংক্রমণের সংখ্যা অনেকটাই কমবে৷ কিন্তু সংক্রমণ একেবারেই বন্ধ হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *