প্রেমিকার টানে কোয়ারেন্টাইন থেকে পালাল যুবক, পরে হাসপাতালে ভর্তি যুগল

প্রেমিকার টানে কোয়ারেন্টাইন থেকে পালাল যুবক, পরে হাসপাতালে ভর্তি যুগল

মাদুরাই:  করোনাকে ‘ডোন্ট কেয়ার’ করে প্রেমিকার সঙ্গে দেখা করতে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেলেন এক যুবক। পরে অবশ্য প্রেমিকার বাড়ি থেকে ওই যুবককে পাকড়াও করে আনে পুলিশ৷  
জানা গিয়েছে, কিছুদিন আগেই দুবাই থেকে তামিলনাড়ুর মাদুরাইতে ফেরেন বছর চব্বিশের ওই যুবক৷ এর পরই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাঁকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে৷ কিন্তু পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের চোখে ধুলো দিয়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যান তিনি৷

এদিকে এই ঘটনা চাউড় হতেই এলাকায় চাঞ্চল ছড়ায়৷ সংক্রমণের আতঙ্ক আরও চেপে ধরে মাদুরাইয়ের মানুষকে৷ ওই যুবকের খোঁজ শুরু করে পুলিশ৷ তন্নতন্ন করে খোঁজার পর তাঁর হদিশ মেলে শিবগঙ্গা জেলায় তাঁর প্রেমিকার বাড়িতে৷

জেরায় ওই যুবক জানান, তাঁদের সম্পর্ক নিয়ে আপত্তি রয়েছে তাঁর প্রেমিকার পরিবারের৷ সেই কারণেই পালিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি৷ কোয়ারেন্টাইন আইন লঙ্ঘন করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ সেইসঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাঁর প্রেমিকাকেও৷

মারণ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মঙ্গলবার মধ্যরাত থেকে গোটা দেশ ২১ দিনের জন্য লকডাউন করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারবার অনুরোধ করেন দেশবাসীকে৷ তিনি বলেন নিজেকে ও সমাজকে বাঁচাতে ঘরে থাকুন৷ সেই সঙ্গে এই নির্দেশ কার্যকর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ,  কোনও ব্যক্তি লকডাউনকে গুরুত্ব না দিলে, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সজাগ থাকতে বলা হয় পুলিশ প্রশাসনকেও৷ এর মধ্যেই প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য কোয়ারেন্টাইন আইন ভাঙল ওই যুবক৷ প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৭২৪। প্রাণ হারিয়েছেন ১৭ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + seventeen =