দেশে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ১৪৪, মৃত বেড়ে ১৮

দেশে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ১৪৪, মৃত বেড়ে ১৮

নয়াদিল্লি: দেশজুড়ে চলছে করোনা তাণ্ডব৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত ৮৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর৷ অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৷ আজ সন্ধ্যায় মহারাষ্ট্রের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে৷ তিনি করোনা আক্রান্ত ছিলেন৷

বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে৷ আক্রান্তদের মধ্যে ৪৭ জন বিদেশি৷ এদিনই মধ্যপ্রদেশে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়৷ পাশাপাশি গোটা দেশে বৃহস্পতিবার সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মানুষের মৃত্যু হয়৷ মৃত্যুর খবর এসেছে মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, কর্ণাটক, পাঞ্জাব, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশ থেকে৷

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে ভারতে সংক্রমণ রয়েছে ৬৪০ জনের শরীরে৷ ৬৭ জনকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছে৷ খুব শীঘ্রই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷ এদিকে, কেরলে নতুন করে ১৯ জনের দেহে মিলেছে করোনার জীবানু৷ সব মিলিয়ে রাজ্যে আক্রন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৷ এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এই দক্ষিণী রাজ্যের মানুষ৷

গুজরাতে আক্রান্তের সংখ্যা ৪৩৷ মৃত্যু হয়েছে দু’জনের৷ তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা ৪৫৷ বৃহস্পতিবার কর্ণাটকে করোনার বলি হন ২ জন৷ আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৷ এদিকে রাজধানী দিল্লিতে করোনার কবলে পড়েছেন ৩৫ জন মানুষ৷ হরিয়ানায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম৷ এরাজ্যে করোনার বীজ রয়েছে ১৬ জনের শরীরে৷

কিছুটা দেরিতে হলেও জম্মু-কাশ্মীরে ধীরে ধীরে ছড়াচ্ছে সংক্রমণ৷ ভূস্বর্গে এখনও পর্যন্ত ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷  লাদাখেও আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৩-তে৷ মধ্যপ্রদেশে ধীরে ধীরে চড়ছে সমস্যার পারদ৷ ভোপালে চারজনের শরীরের করোনার লক্ষণ ধরা পড়ার সঙ্গে এ রাজ্যে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৯৷ অন্যদিকে, বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ৪০ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ বেরোয়৷ অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ১২৷ বিহারে রয়েছেন ছয় জন করোনা আক্রান্ত রোগী৷ পশ্চিমবঙ্গে ১০ জনের টেস্ট রিপোর্ট পজেটিভ৷

অন্যদিকে উত্তরাখণ্ডে চার, চন্ডীগড়ে সাত, গোয়ায় তিন এবং ছত্তিশগড়ে ছয় জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন৷ মিজোরাম ও মনিপুরে আক্রান্ত হয়েছেন একজন করে৷   করোনা রুখতে গোটা দেশে চলছে লকডাউন৷ ভারত যেভাবে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে ৷ তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দাবি, ভারতের জুলাই থেকে অগাস্ট পর্যন্ত করোনা ভাইরাসের দাপট থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =