ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাতে বিমান পরিষেবার প্রস্তাব স্পাইস জেটের

ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাতে বিমান পরিষেবার প্রস্তাব স্পাইস জেটের

নয়াদিল্লি:  দেশে ২১ দিন লকডাউন চলাকালীন যে কোনও মানবিক উদ্দেশ্যে সরকারকে বিমান পরিষেবা দেওয়ার প্রস্তাব সরকারকে আগেই দিয়েছে স্পাইস জেট। এবার নিজেদের বিমানে করে ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের তাদের নিজের রাজ্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল এই বিমানসংস্থা।  এক্ষেত্রে বিশেষত তারা বিহার থেকে এসে দিল্লি ও মুম্বইয় কর্মরত ছিলেন তাদের জন্য পাটনা পর্যন্ত  বিমান পরিষেবা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সংস্থার সিএমডি অজয় সিং।

শুক্রবার এবিষয়ে পিটিআইকে তিনি বলেছেন, “সরকারের প্রয়োজনে কোন মানবিক উদ্দেশ্যে উড়ানের প্রয়োজন হলে আমাদের বিমান এবং কর্মীদের কাজে লাগানোর প্রস্তাব দিয়েছি। সরকারের জন্য আমরা ইতিমধ্যেই প্রতিদিন খাবার, ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম নিয়ে উড়ে যাচ্ছি (আমাদের মালবাহী বিমানে)।”

অন্যদিকে, ১৪ ই এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল নিষিদ্ধ করা হলেও করোনা মোকাবিলার উদ্দেশ্যে কোনও বিমানের প্রয়োজন হলে সেবিষয়ে সরকারকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে ইন্ডিগো এবং গোএয়ার-ও। এই কাজের জন্য তারা তাদের বিমান ও ক্রু এবং কর্মী সদস্যদের বিশেষভাবে প্রস্তুত রেখেছে।

এদিকে ২১ দিনের নির্ধারিত লকডাউন শুরু হওয়ার তিনদিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হিসেব অনুযায়ী শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪। এরমধ্যে ৬৪০ জন আক্রান্তের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন করোনা আক্রান্ত। এপর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭জনের। আক্রান্তের সংখ্যায় দেশের শীর্ষ স্থানে রয়েছে কেরালা তারপরেই রয়েছে মহারাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =