লকডাউন: নির্জন মানব সভ্যতায় অবাধ ভ্রমণ, ভাইরাল ভিডিও

লকডাউন: নির্জন মানব সভ্যতায় অবাধ ভ্রমণ, ভাইরাল ভিডিও

286338bf1df1c04e6d5424546dcb5bd0

কোজিকোড়ে: লকডাউনের জেরে শুনশান রাস্তা ঘাট৷ ছুটিতে গিয়েছে ট্রাফিক সিগন্যাল৷ জেব্রা ক্রসিং ধরে ছুটে চলা মানুষগুলো আপতত ঘরে বন্দি৷ এমন সময় ফাঁকা রাস্তায় রাজত্ব চালাল ভামবিড়াল৷ হেলেদুলে সর্বত্র ঘুরে বেড়াল সে৷ তাঁর গতিবিধি দেখে হতবাক কেরল পুলিশ৷

নেট দুনিয়ায় ভাইরাল ভামবিড়ালের ওই ভিডিও৷ ভিডিওটি বেশ উপভোগ করছেন মানুষজন৷ ভামবিড়াল সাধারণত নিশাচর প্রাণি৷ তবে এদিন দুপুরে লকডাউনের পরোয়া না করেই সে বেড়িয়ে পড়েছিল রাস্তায়৷ শুধু তাই নয়, রাস্তা পেরোয় ট্রাফিক আইন মেনেই৷ হেঁটে চলে জেব্রা ক্রসিং ধরে৷ কোজিকোড়ের মেপ্পাউর শহরে দেখা মেলে তার৷ এই অঞ্চলে হামেশাই নজরে আসে ভামবিড়াল৷ কিন্তু মানুষের ভিড়ে রাস্তায় ঘোরার সুযোগ হয় না তাদের৷ করোনার ধাক্কায় স্তব্ধ শহরের ফাঁকা রাস্তায় এবার তাই অবাধ বিচরণ তার৷

বিলুপ্তপ্রায় জীবটিকে লকডাউনের সময় রাস্তায় ঘুরে বেড়াতে দেখে ট্যুইট করলেন ভারতীয় বন দফতরের আধিকারিক প্রবীন কাসোয়ান৷ তিনি বলেন, ‘এটি ভারতীয় গন্ধগোকুল বা ভামবিড়াল৷ আমি এটা বলতে পারি, ইন্টারনেটে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি আসল৷ ঘটনাটি কোজিকোড়ের৷ ভামবিড়ালটিকে দেখে মনে হচ্ছিল কিছুটা অসুস্থ৷ খুব সম্ভবত এটিকে আটকে রাখার পর মুক্তি দেওয়া হয়েছে৷ তবে সে রাজ্যে ভামবিড়াল মাঝেমধ্যেই চোখে পড়ে৷ সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় ভামবিড়ালটি কিন্তু জেব্রা ক্রিসিং দিয়েই রাস্তা পার হয়েছে৷ ’’