আশির দশকের সেই নস্টালজিয়া, দূরদর্শনে ফিরল ‘রামায়ণ’, ‘মহাভারত’

আশির দশকের সেই নস্টালজিয়া, দূরদর্শনে ফিরল ‘রামায়ণ’, ‘মহাভারত’

216553be2a6f3b53cc6cae3eb0fa8a7a

নয়াদিল্লি: দেশজুড়ে দর্শকদের বিপুল চাহিদায় ফের দূরদর্শনের পর্দায় ফিরল আশির দশকের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘রমায়ণ’ এবং ‘মহাভারত’৷ শনিবার থেকেই দূরদর্শন বা ডিডি ন্যাশনাল চ্যানেলে পুনঃসম্প্রচারিত হবে এই দুই পৌরানিক আখ্যান৷

শুক্রবারই ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ নতুন করে সম্প্রচার করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ ১৯৮৭-৮৮ সালে সম্প্রচারিত হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’৷ কচিকাঁচা থেকে বৃদ্ধ, সকলের কাছেই এই ধারাবাহিক ছিল অত্যন্ত প্রিয়৷ এক সময় রবিবারের সকালে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাত শুধু ‘রামায়ণ’ দেখার জন্য৷ সপরিবারে সকলে বসে পড়তেন টিভি সেটের সামনে৷ যে বাড়িতে টিভি ছিল, সেই বাড়িতে ভিড় জমাতেন পাড়া প্রতিবেশীরাও৷ রাম-সীতার ভূমিকায় অরুণ গোভিল, দীপিকা চিখালিই ছিল সেই সময়ের আবালবৃদ্ধবনিতার হার্টথ্রব৷

‘রামায়ণ’ শেষ হওয়ার পর শুরু হয়েছিল বিআর চোপড়ার ‘মহাভারত’৷ এই ধারাবাহিকও জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল৷ ওই ধারাবাহিকে নীতিশ ভরদ্বাজ, পুনীত ঈশ্বর, রূপা গঙ্গোপাধ্যায়, মুকেশ খন্না, গজেন্দ্র চৌহ্বানদের অভিনয় আজও ভুলতে পারেনি মানুষ৷

ডিডি ন্যাশনালে সকাল ৯ টা ও রাত ৯ টায় সম্প্রচারিত হবে ‘রামায়ণ’৷ অন্যদিকে, ‘মহাভারত’ সম্প্রচারিত হবে দুপুর ১২টা এবং সন্ধ্যে ৭ টার সময়৷ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একটি এপিসোড ও রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘রামায়ণে’র পরের এপিসোডটি সম্প্রচারিত হবে৷

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করার পরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ‘রামায়ণ’ এবং ‘মহাভারত’ পুনঃসম্প্রচারের দাবি উঠতে শুরু করে৷ তাঁদের দাবি, ঘর বন্দি হয়েই ফিরে আসুক পুরনো নস্টালজিয়া৷ সেই দাবি মেনেই এই দুই সিরিয়াল পর্দায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন জাভড়েকর৷

দূরদর্শনে পুরনায় ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ সম্প্রচারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রসারভারতীর সিইও৷ তিনি ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকেও৷ তিনি জানান, ‘বাড়ি থেকে দূরে বসেই দিন রাতের প্রচেষ্টায় ফের এই দুই ধারাবাহিক পর্দায় ফিরিয়ে এনেছেন ডিডি’র আধিকারিকরা৷ পাশাপাশি ‘সাগর’ পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন ডিডি সিইও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *