বিমার প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি, গাড়ি বিমাতেও নয়া নির্দেশিকা

ডাক বিভাগের আওতায় থাকা পোস্টাল বিমা প্রকল্পে প্রিমিয়াম জমার সময় বাড়িয়ে ৩০ এপ্রিল। চলতি অর্থবছরের গাড়ির বিমায় প্রিমিয়াম নিতে হবে পয়লা এপ্রিলের পর থেকে। অর্থাৎ, আগামী অর্থবছরের জন্য নতুন অঙ্কের প্রিমিয়াম ঘোষণা করতে পারবে না কোনও বিমা সংস্থা।

কলকাতা: প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা পিছল ডাক বিভাগের আওতায় থাকা পোস্টাল বিমা প্রকল্প পোস্টাল লাইফ ইনসিওরেন্স এবং দি রুরাল পোস্টাল লাইফ ইনসিওরেন্সের ডাক বিভাগ। সূত্রের খবর, মার্চ মাসে গ্রাহকদের যে প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, তার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল করা হয়েছে।

করোনা প্রকোপে দেশজুড়ে যে লকডাউন চলছে, তারই জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রত্যেক বিমা সংস্থাকে প্রিমিয়াম জমা দেওয়ার জন্য বাড়তি সময় দিতে হবে বলে জানিয়েছিল ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, ডাক বিভাগের আওতায় থাকা পোস্টাল বিমা প্রকল্পগুলি আইআরডিএআইয়ের আওতায় না থাকা সত্ত্বেও উদ্ভূত পরিস্থিতিতে তারাও গ্রাহকদের প্রিমিয়াম জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

অন্যদিকে, গাড়ির বিমা নিয়েও নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা আইআরডিএআই। নির্দেশিকা অনুসারে থার্ড পার্টি মোটর ইনসিওরেন্স প্রিমিয়াম বাবদ ৩১ মার্চ পর্যন্ত যে হারে টাকা নেওয়ার কথা, সেই হারে প্রিমিয়াম নিতে হবে আগামী অর্থবর্ষে অর্থাৎ পয়লা এপ্রিলের পর থেকে। অর্থাৎ,আগামী অর্থবছরের জন্য গাড়ির বিমা বাবদ নতুন অঙ্কের প্রিমিয়াম ঘোষণা করতে পারবে না কোনও বিমা সংস্থা।  সরকারি ও বেসরকারি দুটি ক্ষেত্রেই বিমা সংস্থাগুলিকে এই নিয়ম মানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *