করোনা আক্রান্তদের চিকিৎসায় হাজির রোবট নার্স, মরুরাজ্যে নয়া আবিষ্কার

করোনা আক্রান্তদের চিকিৎসায় হাজির রোবট নার্স, মরুরাজ্যে নয়া আবিষ্কার

bf1e3553e6ce94c34516b36ce1f62acf

জয়পুর:  চাহিদাই আবিষ্কারের মূল চাবিকাঠি!

এই প্রবাদটি রাজস্থানের এসএমএস হাসপাতালের জন্য একেবারেই প্রযোজ্য৷ স্বাস্থ্যকর্মীদের চাপ কমাতে তারা নিয়ে এলেন বোরট নার্স৷ বিশেষ করে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিযুক্ত করা হবে এই রোবট নার্সদের৷

করোনা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ৷ সংক্রমণের আশঙ্কায় ভয়ে কাঁটা সাধারণ মানুষ৷ কীভাবে এই মারণ ভাইরাসের প্রকোপ রোধ করা যায়, তা নিয়ে প্রতিনিয়ত আলোচনা চালাচ্ছেন বিশেষজ্ঞরা৷ এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে রোবোট নার্স নিয়ে এল জয়পুরের সওয়াই মান সিং হাসপাতাল।

হাসপাতালের বর্ষীয়াণ চিকিৎসক প্রফেসর এস. বন্দ্যোপাধ্যায় বলেন, রোবট নার্সের উপর পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ আরও কিছুদিন চলবে ট্রায়াল৷ পরীক্ষা সফল হলেই হাসপাতালে বহাল করা হবে একাধিক রোবট নার্স৷ জানা গিয়েছে 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের বশবর্তী হয়ে এই রোবোট তৈরির কাজ চলছে।

ড. বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কাজে বাহল হওয়ার পর রোবট নার্সই রোগীদের কাছে পৌঁছে দেবে খাবার, ওষুধপত্র ও প্রয়োজনীয় জিনিস৷ যার ফলে আইসোলেশন ওয়ার্ডে মেডিক্যাল স্টাফের সংখ্যা কিছুটা হলেও কমানো সম্ভব হবে৷ এই সুযোগে তাঁরা কাজ করতে পারবেন অন্যান্য ওয়ার্ডগুলিতে৷ পাশপাশি করোনার জেরে দিন রাত এক করে খেটে চলা নার্সদের চাপ খানিকটা হলেও কমবে৷

কীভাবে এই চিন্তাভাবনা মাথায় এলো? এই প্রশ্নের উত্তরে বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন রেস্তোরাঁয় রোবটের কাজ করার খবর আমরা শুনেছি৷ সেখানে আগত অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্ব সামলায় বোরটরাই৷ এই বিষয়টি থেকেই রোবট নার্সের চিন্তাভাবনা শুরু৷ এই বিষয়ে বেশ কিছু এনজিও’র সঙ্গে আমরা কথা বলি৷ আমাদের আবেদনে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন তাঁরা৷  

তিনি আরও বলেন, আমরা যতই প্রয়োজনীয় পোশাক, মাস্ক পরি না কেন, সংক্রমণের একটা সম্ভবনা থেকেই যায়৷ যা নিয়ে সবাই খুবই উদ্বিগ্ন৷ এবার সেই উদ্বেগ কিছুটা হলেও কমাবে রোবট নার্স৷ বোরট নার্সরা যদি একবারও রাউন্ডে যায়, অনেকটাই উপকৃত হবেন নার্সিং স্টাফরা৷ তবে আমাদের কাছে সবার আগে রোগীর স্বার্থ৷ রোগীর সুরক্ষা বজায় রেখেই আমাদের সহযোগী হয়ে উঠবে এই রোবট নার্স৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *