লজ্জা! করোনা পরীক্ষা করাতে গিয়ে জনতার মারে জখম চিকিৎসক-সহ ২ স্বাস্থ্যকর্মী

লজ্জা! করোনা পরীক্ষা করাতে গিয়ে জনতার মারে জখম চিকিৎসক-সহ ২ স্বাস্থ্যকর্মী

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরে করোনা পরীক্ষা করতে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক সহ আশা ও  ২ স্বাস্থ্য কর্মী৷ পুলিশের সামনেই স্বাস্থ্যকর্মীদের তাড়া করে ছোড়া হয় পাথর৷ লজ্জাজনক হামলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷

ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে৷ ইন্দোরে বেশকিছু বাসিন্দার শরীরে কনোরা সংক্রমণের খবর পায় স্বাস্থ্য দপ্তর৷ বুধবার দুপুরে ওই এলাকায় যান বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী৷ করোনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয় সেখানে৷ এক মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এলাকায় ঘুরে ঘুরে পরীক্ষার চেষ্টা করেন৷ এছাড়াও ছিলেন বেশ কয়েকজন আশা কর্মী৷

অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা যখন স্থানীয়দের করোনা পরীক্ষা করতে যান, মুহূর্তেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে৷ পুলিশের সামনে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা৷ স্বাস্থ্য কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা৷ পরে মেরে এলাকাছাড়া করা হয় স্বাস্থ্যকর্মীদের৷ স্থানীয়রা ইট, পাথর ছুড়ে তাঁদে মারে এলাকা ছাড়া করে৷ জনতার মারে আশাকর্মী, স্বাস্থ্য কর্মী সহ মহিলা চিকিৎসক গুরুতরভাবে জখম হয়েছেন৷ স্থানীয়দের হামলা থেকে বাঁচতে দৌড়ে পালাতে থাকেন স্বাস্থ্যকর্মীরা৷ গোটা হামলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশজুড়ে৷