সেপ্টেম্বরের আগে লকডাউন তুলতে পারবে না ভারত: BCG সমীক্ষা

সেপ্টেম্বরের আগে লকডাউন তুলতে পারবে না ভারত: BCG সমীক্ষা

1a71bb6dfd45003acecfb68a95e1ebf3

নয়াদিল্লি: এখনই শেষ হচ্ছে না ভারতের লকডাউন পর্ব৷ পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে জুনের চতুর্থ সপ্তাহের আগে লকডাউন তোলা সম্ভব হবে না৷ জুনের শেষ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারা দেশে ধীরে ধীরে লকডাউন প্রত্যাহার করা হবে৷ সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সমীক্ষায়৷

0a9fc7b05e6679780f1c1fae9fe59fad

বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)-এর ওই সমীক্ষায় বলা হয়েছে, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং জননীতির জন্যই দীর্ঘ দিন চলবে লকডাউন পর্ব৷ করোনা পরিস্থিতিতে গত ২৪ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা৷ ব্রিটেন, পোল্যান্ড, কলোম্বিয়ার পথে হেঁটেই লকডাউনের সিদ্ধান্ত নেন নমো৷ লকডাউন বাড়ানো হতে পারে বলে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল বিভিন্ন মহলে৷ যদিও লকডাউনের মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা আপাতত কেন্দ্রের নেই বলেই সাফ জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ এদিকে, সঠিক সময়ে ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর বিশেষ দূত ডেভিড নাবারো৷

117a8c7c582ba553816681b1b127edfe

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০৮৮৷ মৃত্যু হয়েছে ৫৬ জনের৷ এরই মধ্যে আশার আলো, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫৬ জন৷ (বিসিজি)-এর ওই সমীক্ষা দেখুন- https://www.bcg.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *