কবে উঠবে লকডাউন? আগাম ঘোষণা মুখ্যমন্ত্রীর, তুঙ্গে জল্পনা

কবে উঠবে লকডাউন? আগাম ঘোষণা মুখ্যমন্ত্রীর, তুঙ্গে জল্পনা

a336ee1cd9072e0323cddf924e011908

লখনউ: গোটা বিশ্ব-সহ ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ দেখা গিয়েছে ভারতে৷ এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩০ জনের৷ মৃত্যু হয়েছে ৭৭ জনের৷ চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৬ জন৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ করোনা পরিস্থিতি লাফিয়ে লাফিয়ে বাড়লেও আগামী দিনে সেই লকডাউনের সময়সীমা বাড়ানো হবে না বলে এবার আগাম ঘোষণা করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

লকডাউন নিয়ে আগাম ঘোষণা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে চলা লকডাউন উঠে যাবে৷ তবে, লকডাউন উঠে গেলেও রাজ্যে কোনওভাবেই জমায়েত করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন যোগী৷ করোনা মোকাবিলায় ইতিমধ্যেই দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সম্প্রতি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার সময় লকডাউন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ যোগীর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা৷

গত বৃহস্পতিবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী জানান, লকডাউন শেষ হলেও যাতে সাধারণ মানুষ একসঙ্গে রাস্তায় বেরিয়ে না পড়েন, তা রাজ্যগুলি নিশ্চিত করতে হবে৷ যৌথ এগজিট রূপরেখা তৈরির কথাও জানান মোদি৷ লকডাউন সংক্রান্ত আগাম খবর প্রকাশ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর৷ টুইটে তিনি দাবি, লকডাউন ধাপে ধাপে শিখিল করা হবে৷ এই দাবি জানানোর পরই ওই মন্তব্য টুইট থেকে ডিলিট করে দেন তিনি৷

যদিও করোনাভাইরাস সংক্রমণ রুখতে ভারতে লকডাউনের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে মার্কিন উপদেষ্টা সংস্থা বস্টন কনসাল্টিং গ্রুপ বিসিজি৷ সমীক্ষায় জানানো হয়, করোনা রুখতে গেলে ভারতকে জুনের চতুর্থ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ধাপে ধাপে লকডাউন তুলতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *