করোনায় আক্রান্ত অমিত শাহ? অবশেষে পর্দাফাঁস পিআইবি’র

করোনায় আক্রান্ত অমিত শাহ? অবশেষে পর্দাফাঁস পিআইবি’র

নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত? অন্তত সোশ্যাল মিডিয়ায় তেমনটাই গুজব উঠেছিল। ব্রেকিং নিউজ টেমপ্লেটে এমনই খবর শেয়ার হচ্ছিল হোয়াটসঅ্যাপে। ফ্যাক্ট চেকে প্রকাশ্যে এল প্রকৃত সত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এটিকে ফেক নিউজ বলে দাবি করেছে।

সত্য মিথ্যে যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় ছবি বা কোনও পোস্ট শেয়ার করার ঘটনা নতুন নয়। তা বলে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে ভুল তথ্য? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে আজ তক সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে একটি ব্রেকিং নিউজ টেমপ্লেট তৈরি করা হয় নোটপাড়ায়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দেওয়া। তারই নীচে লেখা 'করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।' তা-ই নয়, আরও লেখা ছিল, 'গত সপ্তাহেই তিনি ইতালি ঘুরতে গিয়েছিলেন। ফিরে এসে করোনা টেস্ট করাননি। ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে।'