কোথায় আছে ত্রাণ শিবির? মাথা গোজার ঠিকানা খুঁজে দেবে Google

কোথায় আছে ত্রাণ শিবির? মাথা গোজার ঠিকানা খুঁজে দেবে Google

ca773881929eec1dcbcd0479ed5a38b9

নয়াদিল্লি:  করোনা সংকটে মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিল সার্চ ইঞ্জিন গুগল৷ দেশের ৩০টি শহরের ‘ফুড সেল্টার’ এবং ‘নাইট সেল্টারে’র হদিশ এবার দেবে গুগল ম্যাপস৷ গুগল ম্যাপস অন করলেই খুঁজে পাওয়া যাবে ৩০টি শহরের ত্রাণ শিবিরগুলির লোকেশন৷ এই উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে গুগল কাজ করছে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে৷ জানানো হয়েছে, গুগলে গিয়ে ‘ফুড সেল্টার’ বা ‘নাইট সেল্টার’ লিখে সার্চ করলেই লোকেশন দেখা যাবে৷ খুব শীঘ্র হিন্দিতেও এই সুবিধা মিলবে৷ লিখতে হবে ‘ में भोजन केंद्र বা  ‘ में रैन बसेरा’৷

গুগলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনল ঘোষ বলেন, ‘‘করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে৷ এই সংকটের কী ভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই চিন্তা-ভাবনাই  করছি আমরা৷ গুগল ম্যাপে ‘ফুড সেল্টার’ ও ‘নাইট সেল্টার’-এর লোকেশন হাইলাইট করে আমরা মানুষের কাছে সহজেই একটা গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়া চেষ্টা করছি৷ যাতে সরকারি এই কেন্দ্রগুলি থেকে অসহায় মানুষগুলি উপকৃত হতে পারে৷ আমরা আশা করি, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক এবং পুলিশের মাধ্যমে গরিব-দুঃখী মানুষগুলির কাছে এই সরকারি কেন্দ্রগুলির খবর পৌঁছে যাবে৷ কারণ এই অসহায় মানুষগুলোর হাতে স্মার্টফোন থাকেনা৷ তাই তাঁদের পাশে দাঁড়াতে হবে আমাদেরই৷’’

গুগলের তরফে একটি বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আগামী দিনে এই ফিচার আরও সহজে ব্যবহার করা যাবে৷ গুগল ম্যাপস অ্যাপের নীচের সার্চ বারে মিলবে কুইক অ্যাকসেস শর্টকাট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *