স্টেজ-টু এবং স্টেজ-থ্রি’র মধ্যে দাঁড়িয়ে ভারত: স্বাস্থ্যমন্ত্রক

করোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন৷ কিন্তু এখনও রাশ টানা যায়নি করোনায়৷ প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি৷ এই অবস্থায় ভারত স্টেজ-টু এবং স্টেজ-থ্রি’র মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷ 

280ada23f6d764ba3897a38487ef1dcb

নয়াদিল্লি:  করোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন৷ কিন্তু এখনও রাশ টানা যায়নি করোনায়৷ প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি৷ এই অবস্থায় ভারত স্টেজ-টু এবং স্টেজ-থ্রি’র মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷

সোমবার স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, দেশে কোথাও কোথাও লোকাল কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে৷ দুটি স্টেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ভারত৷ সংক্রমণের উৎস এখনও স্পষ্টভাবে চিহ্নিত করতে পারছে না সরকার৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ব্যাখ্যা অনুযায়ী, স্টেজ-টু হল লোকাল ট্রান্সমিশন৷ যেখানে আক্রান্তরা বিদেশ থেকে সংক্রমণ নিয়ে দেশে ফেরেন এবং তাঁদের সংস্পর্শে এসে আক্রান্ত হন পরিবার ও বন্ধুবান্ধবরা৷ এই সময় আক্রান্তদের সংস্পর্শে আসা প্রতিটি মানুষকে চিহ্নিত করে আইসোলেশনে পাঠানো হয়৷  

কিন্তু তৃতীয় ধাপে পৌঁছে যাওয়ার অর্থই কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে যাওয়া৷ যেখানে সংক্রমণ চেনের মতো ছড়িয়ে পড়ে৷ AIIMS -এর প্রধান ড. রণদীপ গুলেরিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের কিছু কিছু অঞ্চলে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে৷ তবে ভারত এখনও স্টেজ থ্রিতে পৌঁছয়নি৷ আপাতত স্টেজ-টু এবং স্টেজ-থ্রি’র মাঝামাঝি রয়েছে৷ 

৬ এপ্রিল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃত ১১১৷ গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে করোনার জীবাণু মিলেছে ৬৯৩ জনের শরীরে৷ লব আগরওয়াল জানান, মহিলাদের তুলনায় করোনায় পুরুষের মৃত্যুর হার অনেকটাই বেশি৷ মৃতদের মধ্যে ৭৩ শতাংশই পুরুষ৷ তিনি আরও বলেন, যে সকল করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যাথা, অহস্য মাথা যন্ত্রণায় ভুগেছেন৷ কিছু কিছু রোগীর ফুসফুসে শব্দও শোনা গিয়েছে৷  তবে করোনায় যে শুধু প্রবীণরাই আক্রান্ত হচ্ছেন, তা নয়৷ যুব সমাজকেও খুবই সতর্ক থাকতে হবেন৷ কঠিনভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, যাতে পরিবারের মধ্যে ভাইরাস ছড়াতে না পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *