মহামারীর সুযোগে কালোবাজারি? কড়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

মহামারীর সুযোগে কালোবাজারি? কড়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

11c0b63a6ad8c27865af926c6bd06696

নয়াদিল্লি: করোনা আতঙ্কে জেরবার গোটা দেশ৷ পিছিয়ে নেই বাংলা৷ করোনার সুযোগ নিয়ে লাফিয়ে পড়ে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দাম৷ একই সমস্যায় ভুগছে গোটা দেশ৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কালো বাজারি রুখতে বড় পদক্ষেপ নেওয়ার ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউন সফল করার জন্য সবার সহযোগিতা জরুরি৷ অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা স্বাভাবিক রাখা প্রয়োজন৷ তবে কালোবাজারি বন্ধে কড়া পদক্ষেপ নিক রাজ্য সরকার৷ কালোবাজারির অভিযোগ পেলে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক৷ আর্জি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

আজ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউন মেনে চলার জন্য সবার সহযোগিতা প্রার্থনীয়৷ আগামী সপ্তাহেই বেশ কয়েকটি উৎসব রয়েছে৷ এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের নেতারা এগিয়ে এসেছেন৷ তাঁরা জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে তারা সেই সমস্ত কর্মসূচি স্থগিত রাখবে৷ এছাড়াও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ব্যবস্থা সচল রাখা উচিত৷ নিত্যপ্রয়োজনীয় সরবরাহ যাতে সচল থাকে, তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে৷ রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এই বিষয়গুলি নিশ্চিত করার কথাও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *