বাড়বে লকডাউনের মেয়াদ? করোনা সংক্রমণের বিস্ফোরক তথ্য স্বাস্থমন্ত্রকের!

বাড়বে লকডাউনের মেয়াদ? করোনা সংক্রমণের বিস্ফোরক তথ্য স্বাস্থমন্ত্রকের!

3221140c8cb057c2757fd91a06b02b4e

 

নয়াদিল্লি: করোনা রুখতে ইতিমধ্যেই ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ১৪ এপ্রিল সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা৷ কিন্তু, লকডাউন ঘোষণা হওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি দেশের করোনার পরিস্থিতি৷ আর এই পরিস্থিতে দাঁড়ি.য়ে লকডাউনের মেয়াদ আদৌ কি বাড়াবে কেন্দ্র? সেই বিষয়ে আজ জবাব দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷

করোনা পরিস্থিতি মোকাবিলায় তেলেঙ্গানা-সহ বেশ কিছু রাজ্য সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে৷ বিশেষজ্ঞরাও কেন্দ্রীয় লকডাউনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে বলে খবর৷ ১৪ এপ্রিল লকডাউনের মেয়াদ বাড়ানোর হবে কি না, জরুরি ভিত্তিতে পর্যালোচনা বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী৷ লকডাউনের হটস্পট এলাকাগুলি নিয়েও শুরু হয়েছে সমীক্ষার কাজ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, ‘‘লকডাউন বাড়ানো হবে কি না, সে বিষয়ে কোনও আলোচনা হয়নি৷ তবে, তা হলে সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে৷প্রধানমন্ত্রী বলেছেন জেলা স্তরে প্রশাসকদের সঙ্গে কথা বলে তবেই সকলে পরামর্শ দিন কীভাবে লকডাউন তোলা ঠিক হবে৷’’

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করোনা রুখতে সামাজিক দূরত্বের গুরুত্ব বাড়ানোর বিষয়েও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল৷ সাফ জানান, পারস্পরিক দূরত্ব বিধি যদি মেনে না চলা হয় তাহলে ১ জন করোনা আক্রান্ত ব্যক্তি ৩০ দিনের মধ্যে ৪০৬ জনকে সংক্রামিত করতে পারেন৷ এদিন তিনি ‘আর-নট’ বা রিপ্রোডাকশন নম্বরের হিসেব বুঝিয়ে দেন৷ জানান, ৭৫ শতাংশ লকডাউনের বিধি মেনে চললে ১ জন করোনা  আক্রান্ত ১ মাসে মাত্র ২ থেকে ৩ জনকে সংক্রামিত করতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *