আরও বাড়ানো উচিত লকডাউনের মেয়াদ, মত দিলেন প্রধানমন্ত্রী

আরও বাড়ানো উচিত লকডাউনের মেয়াদ, মত দিলেন প্রধানমন্ত্রী

imagesmissing

নয়াদিল্লি ও কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে সংক্রমণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত নেওয়ার পর এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন খোদ দেশের প্রধানমন্ত্রী৷

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বৈঠকে অংশ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, ওই বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে সুর মিলিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ সূত্রের খবর, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করছেন পাঞ্জাব ও রাজস্থানের মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রীদের মতামত নেওয়ার পর আরও অন্তত দু’সপ্তাহ লকডাউন বাড়ানোর পক্ষে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ করোনা পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রী মনে করেছেন, লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানো উচিত৷ আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সিংহভাগ মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন৷ব পরিস্থিতি বিবেচনা করে তাঁরও মনে হয়েছে লকডাউন বাড়ানোর উচিত৷ এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য উঠে এসেছে হিন্দির একটি প্রবাদ৷ ‘জান হে তো জাহান হে’৷ তবে, প্রধানমন্ত্রী নিজের মত প্রকাশ করলেও সরকারি ভাবে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি৷ লকডাউনের মেয়াদ যদি বাড়ানো হয়, লকডাউনের দ্বিতীয় পর্বে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া জরুরি, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে গাইডলাইন পাঠানো হতে পারে বলে সূত্রে খবর৷

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দেন৷ সেখানে বাংলার পক্ষে বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরেন তিনি৷ লকডাউন বাড়ানো হলেও তা যেন মানবিক দিক বিবেচনা করার হয়, তার বার্তাও দিয়েছেন মমতা৷ মানুষের জীবন-জীবিকার মধ্যে সমতা বজায় রাখার বার্তা দিয়েছেন মমতা৷ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করারও আর্জি জানিয়েছেন তিনি৷ উৎপাদন যাতে ব্যাহত না হয়, তার পক্ষে সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ আন্তর্জাতিক উড়ান সম্পূর্ণভাবে বন্ধ রাখার থেকে রেল যোগাযোগ ও আন্তর্জাতিক সীমান্ত সিল করার পক্ষেও সওয়াল করেছেন মমতা৷ ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে দু’মাসের বেতন আগাম দেওয়ার দাবিও তুলেছেন মমতা৷ অসংগঠিত শ্রমিকদ ও কৃষি ক্ষেত্রের বিশেষ প্যাকেজ দেওয়ার দাবি তুলে ধরেছেন৷ খবর সূত্রের৷

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ অথবা আগামী কাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে লকডাউনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *